ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

আকবরদের ২০২৩ বিশ্বকাপে জন্য তৈরি করা হবে: সুজন

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৩:০৩  
আপডেট :
 ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৩:২৬

আকবরদের ২০২৩ বিশ্বকাপে জন্য তৈরি করা হবে: সুজন

বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের সঠিক পরিচর্যার মাধ্যমে ২০২৩ বিশ্বকাপের জন্য তৈরি করা হবে বলে জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও গেম ডেভেলপন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। সেই সাথে পরবর্তী অনূর্ধ্ব-১৯ দল চার মাসের মধ্যে প্রস্তুত করা হবে বলেও জানান সাবেক এই অধিনায়ক।

সুজন বলেন, আমাদের গেম ডেভেলপমেন্টের আন্ডারে অনেক খেলা হয়, এটাই তার ফল। অনূর্ধ্ব-১৪, ১৫, ১৬ তিনটা লেভেলে খেলা হয়। সেই সাথে ৬৪ জেলায়ও সারা বছর খেলা হয়।

আকবর-সাকিবদের পর পরবর্তী যুবাদের দল এক রকম দাঁড় করিয়ে রেখেছে বিসিবি’র গেম ডেভেলপমেন্ট কমিটি। তিনি আরো বলেন, অনূর্ধ্ব-১৯ দলের জন্য ইতিমধ্যে আমরা ৩০-৩৫ জনকে বাচাই করে রেখে দিয়েছি। সেখান থেকে ভারতের অনুষ্ঠেয়ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জন্য তৈরি করা হবে।

তিনি আরো বলেন, সাকিবের মতো আমাদের আরেকটা অলরাউন্ডার তৈরি করতে হবে। এছাড়াও বিশ্বে সেরা দশ ব্যাটসম্যানদের মধ্যে বাংলাদেশের একজনকে থাকতে হবে। আর বিশ্বকাপজয়ী এই খেলোয়াড়দের মধ্যে সে সামর্থ্য রয়েছে। এই যুবাদের খেলার মাঝে রাখতে ক’মাসের মধ্যে একটি দ্বিপাক্ষিক সিরিজের আয়োজনের পরিকল্পনা করছে ক্রিকেটে বোর্ড।

  • সর্বশেষ
  • পঠিত