ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৫ মিনিট আগে
শিরোনাম

১০০ বলের টুর্নামেন্ট: ১ দিনেই ১ লাখ টিকিট বিক্রি

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৫১  
আপডেট :
 ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৫৬

১০০ বলের টুর্নামেন্ট: ১ দিনেই ১ লাখ টিকিট বিক্রি

ক্রিকেটের সংক্ষিপ্তকরণ টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’। এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে কিছু টিকিট ছেড়েছিলো আয়োজক ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। টিকিট ছাড়তেই মাত্র ২৪ ঘণ্টায় বিক্রি হয়ে গেছে লাখেরও বেশি।

৮টি অঞ্চলভিত্তিক দল নিয়ে মাঠে গড়াবে শত বলের টুর্নামেন্টটি। ১৫ আগস্ট লর্ডসে অনুষ্ঠিত হবে ছেলেদের সেমিফাইনাল ও ফাইনাল। টুর্নামেন্টের শেষ দিনের জন্য প্রাথমিকভাবে বরাদ্দকৃত টিকিট এর মধ্যেই বিক্রি হয়ে গেছে। অনির্দিষ্টসংখ্যক কিছু টিকিট রাখা আছে, ছাড়া হবে ৮ এপ্রিল থেকে। ‘দ্য হান্ড্রেড’ নামের এ টুর্নামেন্টের অনলাইনে ঢুকে টিকিট সংগ্রহ করেছেন ক্রিকেটপ্রেমীরা। ১৭ জুলাই টুর্নামেন্টের প্রথম দিনের ‘মাত্র কয়েক শ টিকিট বাকি আছে’ জানিয়েছে ইসিবি।

হান্ড্রেড টুর্নামেন্টের ব্যবস্থাপনা পরিচালক সঞ্জয় প্যাটেল বলেন, ‘ক্রিকেটপ্রেমীরা এ খেলাকে ভীষণ ইতিবাচকভাবে নেয়ায় আমরা আনন্দিত। ক্রিকেটে নতুন দর্শক তৈরি করাই আমাদের লক্ষ্য।’

এর আগে ২০১৮ টি-টোয়েন্টি ব্লাস্টে এর আগে প্রথম সপ্তাহে বিক্রি হয়েছিলো অগ্রিম ৬৫ হাজার টিকিট। তাই টিকিট বিক্রিতে নতুন করে রেকর্ডে নাম লেখাতে যাচ্ছে শত বলের টুর্নামেন্ট।

  • সর্বশেষ
  • পঠিত