ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

যে কারণে দল থেকে বাদ পড়লেন মাহমুদউল্লাহ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৪  
আপডেট :
 ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০৯

যে কারণে দল থেকে বাদ পড়লেন মাহমুদউল্লাহ

টেস্ট ম্যাচে সাম্প্রতিক সময়টা ভীষণ বাজে যাচ্ছিল মাহমুদউল্লার। সর্বশেষ রাওয়ালপিন্ডি টেস্টেও পারফরম্যান্স করতে পারেন নি। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে দল থেকে তার বাদ পড়া প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলছিলেন, ‘তার সাম্প্রতিক পারফরম্যান্স এবং খেলার ধরন দেখে আমাদের কাছে মনে হয়েছে, লালবলের খেলা থেকে মাহমুদউল্লাহ রিয়াদের এখন বিশ্রামের প্রয়োজন। আর তাই আমরা তাকে এই ব্রেক দিয়েছি।’

চার টেস্ট ম্যাচের আট ইনিংসে মাহমুদউল্লাহ রিয়াদের কোনো হাফসেঞ্চুরি নেই। সর্বোচ্চ রান করেছেন ৩৯। কলকাতা টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৯ রান করার পর চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি। সেই ইনিংসে আর ব্যাটিংয়ে ফিরতে পারেননি। আর রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসে পেসার নাসিম শাহ’র হ্যাটট্রিক বলটা ঠেকাতে পারেননি। অনেক বাইরের বলে খোঁচা মেরে ক্যাচ দিয়ে ফিরেন। তৃতীয় দিনের শেষ বিকেলে তার সেই শূন্য রানে আউটের ধরনটাই যেন জানিয়ে দিল, এই ফর্মের ক্রিকেট থেকে মাহমুদউল্লাহর বিশ্রামের প্রয়োজন হয়ে পড়েছে!

মিনহাজুল আবেদিন নান্নু আরো জানান, ‘বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই সিরিজের জন্য আমরা সেরা টেস্ট দলটাই গঠন করেছি। এই দলে অভিজ্ঞ এবং সম্ভাবনার বেশ ভালো একটা মিশে আছে। টিম কম্বিনেশনের ভারসাম্য রক্ষা করতে গিয়ে দুভার্গ্যজনকভাবে বেশ কয়েকজন বাদ পড়েছে। তবে মাহমুদউল্লাহ রিয়াদের বিশ্রামের প্রয়োজন ছিল। পেসার আল-আমিনের চোট আছে। তাই আল-আমিনকে সীমিত ওভারের ক্রিকেটে পুরো মাত্রায় ফিট হিসেবে পেতে টেস্ট ম্যাচে রাখা হয়নি। লাল বলের ক্রিকেটে রুবেল এই সময়ে আর আমাদের পরিকল্পনায় নেই। আর সৌম্য ছুটির জন্য দরখাস্ত করায় তার ছুটির আবেদন মঞ্জুর হয়েছে।’

  • সর্বশেষ
  • পঠিত