ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

সড়ক দুর্ঘটনায় ক্যারিবীয় বোলার

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১১  
আপডেট :
 ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১৯

সড়ক দুর্ঘটনায় ক্যারিবীয় বোলার

কিছুদিন আগেই আইপিএলের নিলামে কাড়িকাড়ি টাকা খরচা করে কেনা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ওশানে থমাসকে। অলরাউন্ডার এই তারকাকে নিয়েই এবার দুঃশ্চিন্তা শুরু হয়ে গেল রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজিতে। জামাইকার হাইওয়েতে গাড়ি দুর্ঘটনায় রীতিমতো আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। একাধিক জায়গায় চোট লেগেছে তার।

গণমাধ্যমে জানানো হয়েছে, রোববার রাতেই সড়ক দুর্ঘটনার কবলে পড়লেন ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলের তারকা ক্রিকেটার। মুখোমুখি সংঘর্ষে ওশানে থমাসের গাড়ি উলটেও যায়। তবে স্থানীয় গণমাধ্যমের সূত্রে জানানো হয়েছে, ২৩ বছরের ক্রিকেটারকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে জ্ঞান ছিল তার।

দুর্ভাগ্যজনক ঘটনার পরে ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তারকা ক্রিকেটারের দ্রুত আরোগ্য কামনা করা হয়। ওয়েবসাইটে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 'ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী আধিকারিকরা ওশানের প্রতি সহানুভূতি ব্যক্ত করছে। ওর দ্রুত সুস্থতা কামনা করা হচ্ছে।'

পাশাপাশি ক্যারিবিয়ান জাতীয় দলের সাবেক স্পিডস্টার টিনো বেস্টও টুইটারে লিখেছেন, 'শুনে ভাল লাগছে ওশানে ভাল রয়েছে। ধন্যবাদ।'

গত মাসে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের হয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষবার আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছিলেন। পাশাপাশি আইপিএলে খেলার জন্য দ্রুত ভারতে যাবার কথা তার। নিলামে ওশানে থমাসের বেস প্রাইস ৫০ লক্ষ টাকাতে কিনেছিল রাজস্থান রয়্যালস। আগের মৌসুমে চার ম্যাচ খেলে ৫টি উইকেটও দখল করেছিলেন তিনি।

এবারে জোফ্রা আর্চার রাজস্থানের জার্সিতে খেলা নিয়ে রীতিমতো সংশয় রয়েছে। এর মধ্যেই ওশানে থমাসকে নিয়ে দুঃশ্চিন্তা আছড়ে পড়ল রাজস্থান শিবিরে। তিনি আইপিএলে অংশ নিতে পারবেন কিনা, তা নিয়ে বিশদে কিছু জানানো হয়নি।

  • সর্বশেষ
  • পঠিত