ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

ফের ফিক্সিং বিতর্কে পিএসএল

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫১

ফের ফিক্সিং বিতর্কে পিএসএল

মাত্র দু'দিন হল শুরু হয়েছে পাকিস্তানের ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ (পিএসএল)। কিন্তু দু'দিন না যেতেই ফিক্সিংয়ের কালিমা লেগে গেল এই টুর্নামেন্টের নামে।

গত ২১ ফেব্রুয়ারি করাচি স্টেডিয়ামে পেশোয়ার জালমি বনাম করাচি কিংসের খেলা চলাকালীন এই ঘটনা ঘটে। করাচি কিংসের সিইও তারিক ম্যাচের মাঝেই ডাগআউটে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। আইসিসির নিয়ম অনুযায়ী, খেলা চলাকালীন ড্রেসিংরুম আর ডাগআউটে মোবাইল ব্যবহার নিষিদ্ধ। ফলে স্বাভাবিকভাবেই বিতর্ক দানা বাঁধছে।

এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনও কোনও মন্তব্য করেনি। ঘটনার তীব্র নিন্দা করেন শোয়েব আখতার। যদিও করাচি কিংসের কোচ ডিন জোন্স ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, ‘দলের সিইও ফোনে কথা বলছিলেন। পরের দিনের অনুশীলনের ব্যবস্থা করছিলেন তিনি।’

  • সর্বশেষ
  • পঠিত