ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

আশা জাগিয়ে পারলো না বাংলাদেশ

আশা জাগিয়ে পারলো না বাংলাদেশ

আশা জাগিয়েও ভারত বধ হলো না বাংলাদেশের। ফাহিমা খাতুন করেছেন ১৭ রানসম্ভাবনা জাগিয়েও পারলেন না রুমানা ‍আহমেদ। টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা হার দিয়েই হলো বাংলাদেশের মেয়েদের।

সোমবার পার্থে ভারতের সঙ্গে লড়াই করে বাংলাদেশের মেয়েরা হেরেছে ১৮ রানে।

টস হেরে ব্যাটিংয়ে নামা ভারত ২০ ওভারে ৬ উইকেটে করে ১৪২ রান। বাংলাদেশের শুরু ভালো না হলেও নিগার সুলতানার পর রুমানা আহমেদের ব্যাটে জয়ের সম্ভাবনা একটু হলেও জেগেছিল। যদিও শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১২৪ রানে থামতে হয় বাংলাদেশের মেয়েদের।

এর আগে বোলিং-ফিল্ডিংয়ে ‍দুর্দান্ত এক বাংলাদেশেরই দেখা মেলে। চমৎকার পারফরম্যান্সে ভারতকে বেশিদূর যেতে দেয়নি বাংলাদেশের মেয়েরা। বোলিংয়ের শুরুতেই উইকেট উৎসবে মাতে মেয়েরা। তানিয়া ভাটিয়াকে ফিরিয়ে প্রথম উইকেট এনে দেন অধিনায়ক সালমা খাতুনই।

বাংলাদেশের মেয়েদের ফিল্ডিং ছিল দেখার মতো। দুটো রান আউটে সেটির ছাপ।

চমৎকার বোলিংয়ে সালমা ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে নেন ২ উইকেট। তার মতো ২ উইকেট শিকার পান্না ঘোষেরও, তিনিও ৪ ওভার দিয়েছেন ২৫।

  • সর্বশেষ
  • পঠিত