ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৫ মিনিট আগে
শিরোনাম

নাঈম হাসানের ৫ উইকেট

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৫২  
আপডেট :
 ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৫৫

নাঈম হাসানের ৫ উইকেট

২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পেয়েছিলেন ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট। দুই বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে পেলেন দ্বিতীয় পাঁচ উইকেটের দেখা। তাতে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বাংলাদেশ। বাংলাদেশ আর ১টি উইকেট নিতে পারলেই ইনিংস ব্যবধানে জয় পাবে। নাঈমের বলে মিড অফে তামিম ইকবালের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিমিসেন মারুমা। ৪১টি রান করেছেন তিনি।

২ উইকেট হারিয়ে ৯ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে জিম্বাবুয়ে। প্রথম সেশনে তারা আরো তিনটি উইকেট হারিয়েছে। ৫ উইকেট হারিয়ে ১১৪ রান তুলে মধ্যাহ্ন বিরতির পর মাঠে নেমেই সিকান্দার রাজাকে হারালো জিম্বাবুয়ে। ব্যক্তিগত ৩৭ রানে তাইজুলের বলে মুশফিকের তালুবন্দী হয়ে সাজঘরে ফিরলেন সফরকারীদের গুরুত্বপূর্ণ এই ব্যাটসম্যান। এরপর চাকাভা-মারুমার জুটিতে কিছুটা প্রতিরোধ করলেও বেশিক্ষণ থাকতে পারেননি চাকাভা। ব্যক্তিগত ১৮ রানে তাইজুলের বলে তামিমের ক্যাচ হয়ে ফিরলেন এই ব্যাটসম্যান।

এরপর স্কোরকার্ডে মাত্র ৫ রান যোগ হতেই এন্ডিলভুকে এলবির ফাঁদে ফেলেন নাঈম। ইনিংস ব্যবধানে হার এড়াতে এখনো ১২৫ রান প্রয়োজন শেভরনদের। ক্রিজে আছেন তিমিসেন মারুমা (৩৩)।

  • সর্বশেষ
  • পঠিত