ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৯ মিনিট আগে
শিরোনাম

বিরাট না শচীন কে সেরা, জানালেন মাইক্রোসফটের বস

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫১  
আপডেট :
 ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৫:০৬

বিরাট না শচীন কে সেরা, জানালেন মাইক্রোসফটের বস

বিরাট কোহলি নাকি শচীন তেন্ডুলকর, কে সেরা! সেই প্রশ্নের জবাবেই তুখোড় বুদ্ধিমত্তার পরিচয় দিলেন মাইক্রোসফটের বস সত্য নাদেলা। জানিয়েছেন নিজের পছন্দ। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

গুগলের সিইও তিনি। ভারতীয় হিসেবে টেক-দুনিয়ায় দেশের নাম উজ্জ্বল করেছেন তিনি। বর্তমানে তিনি মার্কিন প্রবাসী। তবে ভারতীয় হিসেবে রক্তের টান তো থেকেই যায়। ভারতে মাইক্রোসফট-এর একটি অনুষ্ঠানে এসে ভারতীয় শাখার প্রধান অনন্ত মাহেশ্বরীর কাছে জানিয়েছেন নিজের ভাললাগার কথা। ক্রিকেট প্রেমের কথা।

তাকে জিজ্ঞেস করা হয়েছিলো, বিরাট কোহলি নাকি শচীন টেন্ডুলকার, কে সেরা। সেই প্রশ্নের জবাবেই তুখোড় বুদ্ধিমত্তার পরিচয় দিলেন তিনি। বললেন, এটা অনেকটা ধর্ম বাছাইয়ের মতো বিষয়। গতকাল হলে শচীন বলতাম। আজ হলে কোহলি।

শচীন না কোহলি, সেরা ব্যাট কে, তর্ক বেশ কিছুদিন আগে থেকেই চলছে। বর্তমান ক্রিকেট বিশ্বের একচ্ছত্র সম্রাট বিরাট কোহলি। মাত্র কয়েক বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেই ৭০টি শতরানের মালিক হয়ে গিয়েছেন কোহলি। শচীন দীর্ঘ আড়াই দশকের ক্যারিয়ারে আবার একশো শতরানের অধিকারী।

যাই হোক, মাইক্রোসফট বস-কে আরও জিজ্ঞাসা করা হয়, কোডিং এবং ক্রিকেটের মধ্যে একটা বেছে নিতে হলে, তিনি কী করবেন। ভারতীয় বংশোদ্ভূত টেক জায়ান্ট সংস্থার প্রধান ফের একবার নিজের প্রবল রসবোধের পরিচয় দেন। তিনি জানান, নিজে হলে দুটোই নিতেন। দুটি ক্ষেত্রকে একসঙ্গে মেশাতেন। পাশাপাশি তিনি অনিল কুম্বলের প্রসঙ্গও তুলে আনেন।

তিনি বলেন, আমি হলে ক্রিকেটের কোডিং বাছতাম। গতকালই অনিল কুম্বলের সঙ্গে দেখা হলো। ওর একটি স্টার্ট আপ কোম্পানি রয়েছে, যেখানে ক্রিকেট ব্যাট প্রযুক্তির সেন্সর ব্যবহার করে থাকে। কোডিং এমন একটা বিষয় যা আগামীদিনের দারুণ ভবিষ্যতের জন্য নমনীয়, পরিবর্তনশীল উপযোগী।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত