ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

ক্রিকেট ছেড়ে কৃষিকাজে ব্যস্ত ধোনি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০৩  
আপডেট :
 ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৫:০৪

ক্রিকেট ছেড়ে কৃষিকাজে ব্যস্ত ধোনি
ছবি: সংগৃহীত

২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালের পর থেকে জাতীয় দলের জার্সিতে নামেননি মাহেন্দ্র সিং ধোনি। অবসরের গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে তাকে কখনো আর্মিতে, কখনো কোচিংয়ে আবার কখনো ঘুরতে দেখা গেছে তাকে। তবে এবার দেখা গেলো নতুন পেশায় ব্যস্ত ধোনি।

আইপিএল শুরুর আগে আপাতত অরগ্যানিক ফার্মি করছেন ধোনি। রাঁচিতে নিজের জমিতে ধোনি পেঁপে ফলিয়েছেন। আর পেপের ফলন ভাল হওয়ার পর এবার ধোনি তরমুজ চাষের উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।

ফেসবুকে ধোনি একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ‘২০ দিনে পেঁপে চাষ করেছি। এবার রাঁচিতে তরমুজের অরগ্যানিক ফার্মিং শুরু করলাম। প্রথমবার এমন উদ্যোগ নিয়ে সফল হয়েছি। তাই খুব উৎসাহ পাচ্ছি। ক্ষেতে কাজ করার ভিডিও ভাইরালও হয়েছে।

২৯ মার্চ থেকে শুরু হবে আইপিএল। চেন্নাই ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়েছে, ২ মার্চ থেকে ট্রেনিং শুরু করবেন ধোনি। দুই সপ্তাহ ট্রেনিং করবেন। তার পর দিনকয়েক বিশ্রাম নিয়ে আবার দলের প্রস্তুতি শিবিরে যোগ দেবেন ধোনি।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত