ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

শচীনকে নিয়ে পাক ক্রিকেটারের বিস্ফোরক মন্তব্য

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১১  
আপডেট :
 ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৫:০৫

শচীনকে নিয়ে পাক ক্রিকেটারের বিস্ফোরক মন্তব্য

শচীন বড় ক্রিকেটার হয়েও জুনিয়রদের কিছু শেখান না এমন বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইনজামাম। নিজ ইউ টিউব চ্যানেলে ভারতের কিংবদন্তি এই ক্রিকেটার নিয়ে এ কথা বলেন তিনি।

২২ গজে ইনজামামকে অনেকবার প্যাভিলীয়নের পথ ধরেছিলেন শচীন। এতো বছর পর সেই কথা স্মরন করলেন পাকিস্তানের এই ক্রিকেটার।

ইনজামাম বলেন, ‘আর কোনো বোলারের গুগলি খেলতে আমার তেমন সমস্যা হতো না। কিন্তু শচীনের গুগলি খেলতে গিয়ে আমি অনেকবার আউট হয়েছি। সবাই ওকে বড় ব্যাটসম্যান হিসাবে মনে রাখবে। তবে আমি বলবো, শচীন বোলার হিসাবেও দারুন। কখনও ও মিডিয়াম পেসার। কখনও আবার লেগ স্পিনার।’

তিনি আরো বলেন, ‘১৬ বছর বয়স থেকে বিশ্বের তাবর বোলারদের সামলেছেন শচীন। ডেবিউ সিরিজের একটি ম্যাচে মুস্তাক আহমেদকে ছক্কা মারে সে। তার পরই আবদুল কাদির শচীনের কাছে গিয়ে বলেছিলো, ওকে বাচ্চা পেয়ে মারছো। আমাকে মেরে দেখাও দেখি! কাদিরকে মুখে কোনও জবাব দেয়নি শচীন। ঠিক পরের ওভারে কাদিরকে চারটি বাউন্ডারি মেরেছিলো তিনি। আমার কাছে শচীন গ্রেট ক্রিকেটার।’

ইনজামাম বলেন, ‘যোগ্যতা ও প্রতিভার কথা উঠলে শচীনের ধারে কাছে কেউ নেই। তবে বাচ্চাদের ক্রিকেট শেখানো উচিত ছিলো তার। ক্রিকেট ছাড়ার পর শচীন একেবারে আলাদা হয়ে গেলো। বাচ্চাদের ও আর কিছু শেখায়নি। এটা শচীনের মতো মহান ক্রিকেটারের কাছে আশা করা যায় না। আমার মনে হয়, এখনও সময় আছে। তার এই ব্যাপারে ভাবা উচিত।’

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত