ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

ক্রীড়াঙ্গনে করোনার থাবা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ মার্চ ২০২০, ১৮:২২  
আপডেট :
 ১২ মার্চ ২০২০, ২২:১০

ক্রীড়াঙ্গনে করোনার থাবা

বুধবারই বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসকে মহামারী ঘোষণা করেছে৷ এখনও পর্যন্ত বিশ্বজুড়ে এই মারণ ভাইরাস প্রাণ নিয়েছে ৪ হাজার ৬৩৩ জনের৷ এর প্রভাব পড়েছে মাঠেও৷ যার কারণে দেশ ও বিদেশে বেশ কিছু ম্যাচ ও টুর্নামেন্ট৷ আশঙ্কা তৈরি হয়েছে বিশ্বের সবচেয় বড় ক্রিকেট লিগ আইপিএল নিয়েও৷ কোনও টুর্নামেন্ট হচ্ছে দর্শকশূন্য স্টেডিয়ামে৷

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ধর্মশালায় ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ শুরু হলেও দর্শকসংখ্যা থাকবে নেহাতই কম৷ আবার বেশি কয়েকটি টুর্নামেন্ট হবে দর্শকশূন্য স্টেডিয়ামে৷ টোকিও অলিম্পিক কোয়ালিফিকেশন টুর্নামেন্ট ইন্ডিয়া ওপেন সুপার ৫০০ টুর্নামেন্ট দর্শকশূন্য স্টেডিয়ামে করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ব্যাটমিন্টন অ্যাসোসিয়েশন৷

বিশ্বএকাদশ ও এশিয়া একাদশ ক্রিকেট ম্যাচ স্থগিত:

বাইশ গজে এবার প্রভাব ফেল করোনাভাইরাস আতঙ্ক৷ সারা বিশ্বজুড়ে দাপিয়ে বেড়ানো এই মারণে ভাইরাসের জন্য স্থগিত হয়ে গেল বিশ্ব একাদশ ও এশিয়া একাদশ ম্যাচ৷ বুধবার এই ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড৷ ‘বঙ্গবন্ধু’ শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের মধ্যে দু’টি টি-২০ ম্যাচ হওয়ার কথা ছিল ২১ ও ২২ মার্চ৷

আইসিসি মিটিং স্থগিত:

করোনাভাইরাসের কারণে চলতি মাসের শেষে দুবাইয়ে আইসিসি মিটিং ঘিরে অনিশ্চিয়তা দেখা দিয়েছে৷ বুধবার এমনই এক রিপোর্ট প্রকাশিত হয়েছে৷ ২০২৩-৩১ পর্যন্ত ফিউচার ট্যুর প্রোগ্যামের জন্য দুবাইয়ে আইসিসি-র মিটিং হওয়ার কথা ২৬ ও ২৯ মার্চ৷

২০২০ আইপিএল হওয়া নিয়েও সংশয়:

করোনাভাইরাস আতঙ্কে ২৯ মার্চ মুম্বইয়ে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যে উদ্বোধনী ম্যাচের টিকিট বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করল মহারাষ্ট্র সরকার৷ করোনাভাইরাস নিয়ন্ত্রণে সমস্ত টুরিস্ট ভিসা বাতিল করেছে ভারত সরকার। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ এমনটাই জানানো হয়েছে।

স্থগিত হয়েছে ইন্ডিয়ান ওপেন গলফ টুর্নামেন্ট৷ এই ইভেন্ট হওয়ার কথা ছিল ১৯ থেকে ২২ মার্চ ডিএলফ গলফ এবং কাউন্টি ক্লাবে৷ কিন্ত করোনভাইরাসের কারণে তা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়৷

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সার্দান সেন্টার বেঙ্গালুরুতে অ্যাথলেটদের ট্রেনিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে৷ বুধবারই এক জার্মান ফুটবলাররের করোনাভাইরাস পজিটিভ পাওয়া ঘটনা জানা গিয়েছে৷ জার্মানির দ্বিতীয় ডিভিশন ক্লাবে খেলা টিমো হুবারসের করোনাভাইরাস আক্রান্তের কথা জানিয়েছে ক্লাবটি৷ বছর তেইশের এই ফুটবলারটি ক্লাবের অন্য কোনও সদস্য বা স্টাফদের থেকে আলাদা রাখা হয়েছে বলেও জানা গিয়েছে৷

ফ্রেঞ্চ কাপ স্থগিত:

বুধবারই ফ্রেঞ্চ লিগ কাপ ফাইনাল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়৷ প্যারিস সেইন্ট জার্মেইন ও অলিম্পিক লিওনায়িসের মধ্যে ফাইনাল ম্যাচটি হওয়ার কথা ছিল ৪ এপ্রিল৷ কিন্তু করোনাভাইরাসের কারণে তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার কথা জানিয়েছে ফ্রেঞ্চ লিগের তরফে৷

স্লোভাকিয়ায় হকি লিগ বাতিল:

স্লোভাকিয়ায় টপ-ফ্লাইট হকি লিগও স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা৷ মৌসুমের বাকি ম্যাচ গুলি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে৷

ফেড কাপ বাতিল:

টেনিসের ঐহিত্যবাহী টুর্নামেন্ট ফেড কাপের ফাইনালও স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন৷ এই ফাইনাল হওয়ার কথা ছিল হাঙ্গেরির বুদাাপেস্টে৷ কিন্তু করোনাভাইরাসের কারণে তা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়৷

কোপা দেল রে ফাইনাল বাতিল:

স্প্যানিশ লিগ কোপা দেল রে ফাইনাল বাতিল করা হয়েছে৷ অ্যাথলেটিক বিলবাও এবং রিয়েল সোসিদাদের মধ্যে এই ফাইনাল হওয়ার কথা ছিল৷ কিন্তু বুধবার জাতীয় সকার ফেডারেশনের তরফে এই ম্যাচ স্থগিত রাখার কথা জানানো হয়৷

  • সর্বশেষ
  • পঠিত