ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

ব্যাটে লিটন, বলে মোস্তাফিজ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ মার্চ ২০২০, ১৯:৪৩

ব্যাটে লিটন, বলে মোস্তাফিজ

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডের পর টি-২০ সিরিজেও সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন বাংলাদেশের ওপেনার লিটন কুমার দাস। গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে শেষ হওয়া দুই ম্যাচের টি-২০ সিরিজে সর্বোচ্চ রান করেছেন তিনি। ২ ম্যাচের দু’টিতেই হাফ-সেঞ্চুরিসহ মোট ১১৯ রান করেছেন। প্রথম ম্যাচে ৫৯ ও দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৬০ রান করেন তিনি। তাই সিরিজ সেরাও হন লিটন।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজেও সর্বোচ্চ রান করেছিলেন লিটন। ‘অধিনায়ক’ মাশরাফি বিন মর্তুজার বিদায়ী ওয়ানডে সিরিজে ৩ ম্যাচে ২টি সেঞ্চুরিতে ৩১১ রান করেছিলেন এই ডান-হাতি ব্যাটসম্যান। সিরিজে ২টি সেঞ্চুরিতে ৩১০ রান করেছিলেন তামিম ইকবাল। তাই তামিমের সাথে যৌথভাবে ওয়ানডে সিরিজেরও সেরা হয়েছিলেন লিটন।

টি-২০ সিরিজের ২ ম্যাচে ১টি হাফ-সেঞ্চুরিতে ৮২ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রান সৌম্য সরকারের। ৬০ রান নিয়ে তৃতীয়স্থানে জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলরের। ১ ম্যাচে ৪১ রান করেছেন তামিম। দ্বিতীয় ম্যাচে বিশ্রামে ছিলেন তিনি। তাই তালিকার চতুর্থস্থানে আছেন তামিম।

অন্যদিকে গতকাল শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজে সর্বোচ্চ উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। ২ ম্যাচে ৫ উইকেট নেন তিনি। প্রথম ম্যাচে ৩২ রানে ৩টি ও দ্বিতীয়টিতে ২৫ রানে ২টি উইকেট নেন ফিজ। ওয়ানডে সিরিজে নিজেকে মেলে ধরতে পারেননি মুস্তাফিজ। দুই ম্যাচে অংশ নিয়ে ২ উইকেট শিকার করেন এই বাঁ-হাতি পেসার।

৩ উইকেট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছেন বাংলাদেশের স্পিনার আমিনুল ইসলাম। প্রথম ম্যাচ খেললেও, দ্বিতীয়টিতে বিশ্রামে ছিলেন তিনি। ঐ ম্যাচে ৩ ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছিলেন আমিনুল।

এরপর ২টি করে উইকেট ঝুলিতে রয়েছে বাংলাদেশের আফিফ হোসন-আল আমিন হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিনের। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন সাইফউদ্দিন। ২ ম্যাচে ৭ উইকেট নিয়েছিলেন তিনি।

  • সর্বশেষ
  • পঠিত