ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

মৃত্যুকূপ থেকে টাইগারদের ফেরার এক বছর

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৫ মার্চ ২০২০, ১৩:৪৪  
আপডেট :
 ১৫ মার্চ ২০২০, ১৩:৪৭

মৃত্যুকূপ থেকে টাইগারদের ফেরার এক বছর

১৫ মার্চ ২০১৯। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পরেরদিনেই টেস্টে মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশ। তবে আগের দিন হ্যাগলি ওভাল মাঠের কাছে একটি মসজিদে সন্ত্রাসী হামলা হয়। সেই মূহুর্তেই বাংলাদেশের ক্রিকেটাররা জুমার নামাজ আদায় করতে সেই মসজিদে যাচ্ছিলেন। এক পথচারীর বার্তায় বাস থেকে নেমেই ক্রিকেটাররা আতঙ্কিত হয়ে দৌড়ে হ্যাগলি ওভালে ফিরে আসেন। এতে অল্পের জন্য ওই বিভীষিকাময় হামলা থেকে রক্ষা পান মাহমুদউল্লাহ, তামিমরা। মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত হন ৪৯ জন।

আজ সেই সন্ত্রাসী হামলার এক বছর পূর্ণ হল। ওই সফরে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাসুদ বলেছিলেন, ‘আমাদের ভাগ্য খুবই ভালো যে, আমরা প্রাণে বেঁচে গেছি। বাসে আমরা ১৭ জন ছিলাম। মসজিদের মাত্র ৫০ গজ দূরে ছিল আমাদের বাস। বাস থেকে দেখা যাচ্ছিল।’

এক বছর হয়ে গেলেও ক্রিকেটারদের মনে এখনও দাগ কেটে রয়েছে সেই ভয়াল ঘটনা। সেই বিভীষিকাময় সময়ের স্মৃতি মনে করে তাইজুল ইসলাম বলেন, ‘এমন ঘটনা কখনই ভোলার নয়। প্রায় প্রতিদিনই ওই ঘটনা মনে পড়ে। এমন ভয়ানক অভিজ্ঞতা যে আর নেই আমাদের।’

ওই দলের সঙ্গে ছিলেন মেহেদী হাসান মিরাজও। মিরাজ বলেন, ‘এমন ভয়ানক ঘটনা চাইলেও মন থেকে মুছে ফেলা যায় না। দোয়া করি এমন ঘটনার সামনে যেন আর না পড়তে হয়।’

ঘটনায় অভিযুক্ত ব্রেন্টন ট্যারেন্টকে আটক করা হয়। অপরাধী জানায়- সে অনুতপ্ত নয়। তার বিরুদ্ধে করা মামলা এখনো প্রক্রিয়াধীন। পৃথিবীর কোটি কোটি প্রাণের ঘৃণার পাত্রে পরিণত হওয়া ব্রেন্টন বড় শাস্তিই পেতে পারে নিউজিল্যান্ডের কঠোর আইনে।

  • সর্বশেষ
  • পঠিত