ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

হ্যান্ডশেক না করতে তামিমের অনুরোধ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৬ মার্চ ২০২০, ১৮:২৪

হ্যান্ডশেক না করতে তামিমের অনুরোধ

অতি মহামারী কোভিড-১৯ এ বিশ্বব্যাপী সাড়ে ছয় হাজারের বেশি লোকের প্রাণহানি ঘটেছে। ভাইরাসটি সংক্রমণের আতঙ্কে বাংলাদেশের মানুষও। এ পরিস্থিতিতে সুপরামর্শ দিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। ভয়াবহ করোনা প্রাদুর্ভাব ঠেকাতে খেলোয়াড়দের হ্যান্ডশেক করতে অনুরোধ করলেন তিনি।

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। টুর্নামেন্টের এবারের আসরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন তামিম ইকবাল। সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে গাজী গ্রুপের বিপক্ষে মাঠে নেমেছে তামিমের নেতৃত্বাধীন দল। এর আগে রোববার করোনার করালগ্রাস রুখতে সতীর্থসহ সব ক্রিকেটারকে হাত মেলাতে নিষেধ করেন তামিম।

তামিম জানান, আমাদের দেশেও করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এর প্রতিরোধ ব্যবস্থা হিসেবে আমরা অন্য খেলোয়াড়ের সঙ্গে মাঠে করমর্দন করব না।

  • সর্বশেষ
  • পঠিত