ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

করোনায় পেছাবে না বাফুফে নির্বাচন

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ মার্চ ২০২০, ১৯:৩২

করোনায় পেছাবে না বাফুফে নির্বাচন

করোনা ভাইরাস আতঙ্কে গোটা বিশ্বই এখন স্তব্ধ। বাংলাদেশেও থাবা বসিয়েছে প্রাণঘাতী ভাইরাসটি। দেশে ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়ে পর্যন্ত দুইজন মারা গেলেন। এমন পরিস্থিতিতে পুরো বিশ্বে অন্য সবকিছুর মতো ক্রীড়াঙ্গনও থেমে আছে। বাংলাদেশে সব ধরনের খেলাধুলা আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে আগামী ২০ এপ্রিল অনুষ্ঠেয় নির্বাচনের তারিখ পেছাতে রাজি নয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তারা এই নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি অব্যাহত রেখেছে। ৩ এপ্রিল এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলেও সিদ্ধান্ত হয়েছে বাফুফে নির্বাচন কমিশনের সভায়।

শনিবার বাফুফে ভবনে মেজবাহউদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের বাফুফে নির্বাচন কমিশনের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংস্থাটির পক্ষ এসব সিদ্ধান্ত জানানো হয়। প্রধান নির্বাচন কমিশনার মেজবাহউদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘২০২০ বাফুফে নির্বাচনকে সামনে রেখে আমরা প্রথম সভা করলাম। এখন পর্যন্ত ২০ এপ্রিলকে সামনে রেখে আমরা সবধরনের প্রস্তুতি নিচ্ছি। ৩ এপ্রিল শুক্রবার আমরা তফসিল ঘোষণা করব। এর আগে বাফুফে আমাদেরকে ভোটার তালিকা হস্তান্তর করবে।’

এসময় চলমান করোনা পরিস্থিতি নিয়ে মেজবাহ বলেন, ‘করোনা পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করেছি। সভা-সমাবেশ সীমিত করা করা হয়েছে এরই মধ্যে। উদ্ভূত পরিস্থিতিতে বাফুফে নির্বাচনের ভোটের স্থান নির্বাহী কমিটিই ঠিক করবে পাশাপাশি পরিস্থিতি নাজুক হলে পরবর্তী করণীয় কী হবে, সেটাও তারা নির্ধারণ করবে। নির্বাচন কমিশন এর মধ্যে হস্তক্ষেপ করবে না।’

  • সর্বশেষ
  • পঠিত