ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৮ মিনিট আগে
শিরোনাম

অলিম্পিক থেকে কানাডা, অস্ট্রেলিয়ার নাম প্রত্যাহার

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৩ মার্চ ২০২০, ১২:০৪

অলিম্পিক থেকে কানাডা, অস্ট্রেলিয়ার নাম প্রত্যাহার

অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করেছে কানাডা। তাদের পথে হেঁটেছে অস্ট্রেলিয়াও। কানাডিয়ান অলিম্পিক কমিটি এক বিবৃতিতে বলেছে, ‘কানাডিয়ান অলিম্পিক কমিটি (সিওসি), কানাডিয়ান প্যারা অলিম্পিক কমিটি (সিপিসি) এবং কানাডা সরকারের জাতীয় স্পোর্টস কাউন্সিল অলিম্পিকে অংশগ্রহণ না করার কঠিন সিদ্ধান্ত নিয়েছে। আমরা কোনো দল, কোনো অ্যাথলেটকে অলিম্পিকে পাঠাবো না।’

অস্ট্রেলিয়ার সেফ দ্য মিশন ইয়ান চেস্টারম্যান বলেছেন, ‘এটা পরিস্কার যে, জুলাইয়ে কোনোভাবেই অলিম্পিক আয়োজন সম্ভব নয়। আমাদের অ্যাথলেটরা তাদের অনুশীলন এবং প্রস্তুতিতে ইতিবাচক মনোভাব নিয়ে আছে। কিন্তু সময়টা বড্ড নিষ্ঠুর। এ সময়ে জীবনের চিন্তা সবার আগে।’

চলতি বছরের ২৪ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত জাপানে অলিম্পিক আয়োজনের কথা ছিল। কিন্তু করোনার প্রভাবে অলিম্পিকের আয়োজন ঝুলে আছে। যদিও এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) । তবে সংস্থাটি আগামী চার সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানাবে বলে নিশ্চিত করেছে।

  • সর্বশেষ
  • পঠিত