ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

করোনায় কমবে মেসিদের বেতন

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৩ মার্চ ২০২০, ১৩:১১

করোনায় কমবে মেসিদের বেতন

করোনার প্রভাবে ফুটবল থেমে যাওয়ায় আর্থিক সংকটে পড়েছে ইউরোপের বেশ কয়েকটি ক্লাব। ব্যতিক্রম নয় স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাও। সে জন্যই তারা চাইছে এবারের বেতনের কিছু অংশ কেটে রাখতে।

ইএসপিএন সূত্র বলছে, এরই মধ্যে খেলোয়াড়দের সঙ্গে কথাও বলেছে বার্সা, মিলেছে ইতিবাচক সাড়া। তবে উয়েফার কাছ থেকে লিখিত অনুমতি পাওয়ার পরই বিষয়টি আনুষ্ঠাকিভাবে জানাবে কাতালানরা।

বার্সেলোনা সিইও অস্কার গ্রাউ লা লিগায় খেলা ক্লাব এবং ইউরোপের অন্যান্য ক্লাবের সঙ্গে এ বিষয়ে কথাবার্তাও বলছেন বলে শোনা যাচ্ছে। করোনার সঙ্গে লড়াই করে আর্থিক ক্ষতি থেকে বাঁচতেই এমন চিন্তা করা হয়েছে। ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, এই সময় বার্সাকে আর্থিক স্থিতিশীলতার কথাও ভাবতে হবে। আর তাই ফুটবলার ও স্টাফদের বেতন কমিয়েই ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে ক্লাব। সেক্ষেত্রে কমে যেতে মেসিদের বেতনও।

  • সর্বশেষ
  • পঠিত