ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৯ মিনিট আগে
শিরোনাম

করোনা আক্রান্তদের পাশে দাঁড়াবে বিসিবিও

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৫ মার্চ ২০২০, ২০:৫৩

করোনা আক্রান্তদের পাশে দাঁড়াবে বিসিবিও

করোনাভাইরাস মোকাবিলায় বিরাট আর্থিক ক্ষতি বিশ্বের প্রতিটি দেশের। ছোঁয়াচে এই ভাইরাস প্রতিরোধে সরকারগুলোকে ব্যয়বহুল সব কর্মসূচি হাতে নিতে হচ্ছে। বিশেষ তহবিলে বিভিন্ন প্রতিষ্ঠান আর্থিক অনুদানও দিচ্ছে। শ্রীলংকান ক্রিকেট বোর্ড যেমন করোনাভাইরাস মোকাবিলায় বিশেষ তহবিলে আড়াই কোটি লংকান রুপি দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভাবনাতেও আছে এমন কিছু করার। কোন প্রক্রিয়ায় সেটা করা হবে, তা নিয়ে পরিকল্পনা করছে বিসিবি।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড করোনা সংকট মোকাবিলায় দেশ ও জাতির সেবার সরকারের পাশে দাঁড়াতে চায় এবং দাঁড়াবে। আমাদেরও পরিকল্পনা আছে করোনাভাইরাস মোকাবিলায় সরকারের পাশে দাঁড়ানোর। বিষয়টি আলোচনাধীন রয়েছে। এক্ষেত্রে কোন প্রকিয়া অনুসরণ করা হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। সিদ্ধান্ত চূড়ান্ত হলে নির্দিষ্ট সময়ে জানিয়ে দেওয়া হবে।’

আজ ক্রিকেটারদের অর্থ দেয়ার ঘোষণার মুহূর্ত থেকে ক্রিকেট সমর্থকদের মনে প্রশ্ন, জাতীয় দলের ক্রিকেটাররা সাধ্যমত নিজেদের বেতনের টাকা দান করলেন করোনা ফান্ডে। এখন দেশের ক্রিকেটের অভিভাবক বিসিবি তো অনেক সমৃদ্ধ। তারা কি করবে?

এমন প্রশ্নে বিসিবি পরিচালক জালাল ইউনুস বলেন, ‘দেশের করোনা সংকটে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা বোর্ডের পক্ষ থেকে যতটা সম্ভব করবো। তবে বিসিবি ঠিক কত টাকা দেবে? এ মুহূর্তে তা বলতে পারছি না। সেটা আমরা নিজেরা কথা বলে ঠিক করে নেবো।’

বিসিবি সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন জানান, ‘করোনা ভাইরাস অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় যে, ত্রাণকার্য পরিচালনার জন্য হয় ত্রাণ সামগ্রী নাহয় নগদ অর্থ দেয়া যাবে। বোর্ডের পক্ষ থেকে সরকারের সাথে কথা বলা হচ্ছে, ইতোমধ্যে সরকারের সঙ্গে কথা হয়েছেও এবং আলোচনা হচ্ছে। আমরা সরকারের সাথে কথা বলেই ঠিক করবো কিভাবে করোনা সংকটে বিসিবি ভুমিকা রাখতে পারে।’

  • সর্বশেষ
  • পঠিত