ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

৬ বছর আগেই করোনার ভবিষ্যদ্বাণী করেছিলেন আর্চার

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৬ মার্চ ২০২০, ১৪:৫০

৬ বছর আগেই করোনার ভবিষ্যদ্বাণী করেছিলেন আর্চার

ফের খবরের শিরোনামে জোফ্রা আর্চার। একেবারেই ক্রিকেটীয় কারণে লাইমলাইটে আসেননি ব্রিটিশ পেসার। এসেছেন তার অন্য আরেকটি বহু চর্চিত ‘জ্যোতিষবিদ্যা’র জন্য।

নেটিজেনদের কাছে আর্চার শুধুই ইংল্যান্ডের একজন ক্রিকেটার নন, তিনি অত্যন্ত দূরদর্শী, এই যুগের ভবিষ্যৎদ্রষ্টা। টুইটারে একটা বিষয় খেয়াল করে দেখেছেন যে, আজ থেকে বহু বছর আগে আর্চার যা যা টুইট করেছেন, তা পরে ঘটনা পরম্পরায় একদম অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। এমনকি ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনাল যে, সুপার ওভারে গড়াবে তাও জানতেন বার্বাডোজের বছর চব্বিশের ফাস্ট বোলার।

এবার আর্চার খবরে এলেন করোনা নিয়ে ভবিষ্যদ্বাণী করে। সমর্থকেরা আর্চারের ২০১৪ সালের করা টুইট খুঁজে বের করেছেন। সেখানে লেখা ছিল, ‘দেয়ার উইল বি নো প্লেস টু রান, দ্যাট ডে উইল কাম’।

বাংলায় এর তর্জমা করলে দাঁড়ায়, ‘এরকম একটা দিন আসবে যখন দৌড়ানোর কোনও জায়গা থাকবে না।’

ঘটনাচক্রে অতিমারীর কোপে বিশ্বব্যাপী যাবতীয় স্পোর্টিং ইভেন্ট বন্ধ আছে। নেটদুনিয়া মনে করছে আর্চার করোনার কথাই আগাম আন্দাজ করেছিলেন। এমনকি অনেকে তাকে ভগবান বলেও মনে করছেন। এই মুহূর্তে আর্চার চোটে জর্জরিত। কনুইতে চিড় ধরেছে তার। আইপিএল হলেও তার পক্ষে রাজস্থান রয়্যালসের হয়ে খেলার সম্ভাবনা কম।

  • সর্বশেষ
  • পঠিত