ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

ফুটবল ছেড়ে ফার্মেসিতে স্প্যানিশ মিডফিল্ডার

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৬ মার্চ ২০২০, ১৫:৩৬  
আপডেট :
 ২৬ মার্চ ২০২০, ১৫:৫৫

ফুটবল ছেড়ে ফার্মেসিতে স্প্যানিশ মিডফিল্ডার

টনি ডোভাল। ২০১৮ সালের ডিসেম্বরে ইস্টবেঙ্গলে নাম লিখিয়েছেন ২৭ বছরের স্প্যানিশ মিডফিল্ডার। আলেয়ান্দ্রো মেনন্দেসের কোচিংয়ে অল্প সময়ের জন্য লাল-হলুদ জার্সিতে খেলেছিলেন ডোভাল।

ইস্টবেঙ্গল ছেড়ে ডোভাল চলে গিয়েছিলেন থাউল্যান্ডের লিগ-টু ক্লাব নেভি এফসিতে খেলতে। কিন্তু মারণ ভাইরাস করোনার থাবায় বিধ্বস্ত ডোভালের স্পেন। জারি হয়েছে জরুরী অবস্থা। এই অবস্থায় দেশের সেবা করার কথাই ভেবেছেন ডোভাল। থাইল্যান্ড ছেড়ে স্পেনে এসে মায়ের ফার্মেসিতে যোগ দিয়েছেন।

দ্য টাইমস অফ ইন্ডিয়াকে তিনি বলেছেন, হাসপাতালগুলো ভেঙে পড়েছে। কত মানুষ মারা গিয়েছে। পুরোপুরি লকডাউন। অত্যন্ত চ্যালেঞ্জিং একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমি মানুষকে সাহায্য করতে চাই। কঠিন সময় তাদের পাশে দাঁড়াতে চাই। আমার কিন্তু ফার্মেসিতে ডিগ্রি আছে। দেখতে গেলে হাতে-কলমে ইন্টার্নশিপ হয়ে যাচ্ছে আমার।

ডোভাল জানিয়েছেন স্পেন স্বাভাবিক হলে তিনি আবার ফুটবলে ফিরবেন। এশিয়ার একাধিক ক্লাবে খেলারও প্রস্তাব রয়েছে তার।

  • সর্বশেষ
  • পঠিত