ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

করোনাভাইরাস নিয়ে গান গাইলেন ব্র্যাভো

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৭ মার্চ ২০২০, ১৯:২৬

করোনাভাইরাস নিয়ে গান গাইলেন ব্র্যাভো

মারণ ভাইরাসের প্রকোপ বিশ্বজুড়ে। বেশিরভাগ দেশই আছে লকডাউন অবস্থায়। করোনাভাইরাসের কারণে গোটা বিশ্বের কী ভয়াবহ পরিস্থিতি হয়েছে সেটাই এবার গানের মাধ্যমে ফুটিয়ে তুললেন জনপ্রিয় 'চ্যাম্পিয়ন' এর গায়ক ডিজে ব্র্যাভো। সুরের মূর্ছনায় প্রার্থনাও করলেন তারকা এই ক্রিকেটার।

এখন খারাপ সময়... সবারই সাহায্যের দরকার, গোটা বিশ্বে সবকিছুই বন্ধ, বন্ধ বিমানবন্দর! মাঠে আসছে না কোনো ফ্যান। এই মহামারী সব আনন্দই নষ্ট করে দিয়েছে। একবার আসে ইবোলা, এখন আবার করোনা । বড় বিপর্যয়! এখন আমাদের এক হওয়ার সময় ... আমরা হাল ছাড়ছি না, আমরা এর শেষ দেখতে চাই- করোনার মোকাবেলায় এভাবেই গোটা বিশ্বকে করোনাভাইরাসের বিরুদ্ধে সচেতন করে গান গাইলেন ডিজে ব্রাভো।

এমনকি তার গানে ফুটে উঠেছে, সাদা-কালো, ধনী-দরিদ্র, মুসলিম-হিন্দু- খ্রিস্টান, করোনা কাউকে পাত্তা দেয় না, আমরা সবাই মানুষ! আমরা হাল ছাড়ছি না।

  • সর্বশেষ
  • পঠিত