ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

করোনার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা জানালেন দিবালা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৮ মার্চ ২০২০, ১৫:৫৩  
আপডেট :
 ২৮ মার্চ ২০২০, ১৬:০২

করোনার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা জানালেন দিবালা

আতঙ্কের মাঝে একটা স্বস্তির খবর। অবশ্যই ফুটবলপ্রেমীদের জন্য। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন জুভেন্টাস ফরোয়ার্ড পাওলো দিবালা। অনুশীলনও শুরু করে দিয়েছেন আর্জেন্টাইন তারকা। আর সুস্থ হয়ে করোনায় আক্রান্ত হওয়ার সেই সব ভয়ঙ্কর দিনগুলির অভিজ্ঞতা জানালেন তিনি।

প্রায় দু’‌সপ্তাহ আগে দিবালা টুইট করে জানিয়েছিলেন মারণ ভাইরাসের কবলে পড়েছেন তিনি। মাতুইদি ও রুগানির পর তৃতীয় জুভেন্টাস তারকা হিসেবে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। শুধু তাই নয়, সিরি আ' খেলা অন্যান্য ক্লাবের বেশ কয়েকজন ফুটবলারের শরীরে এই ভাইরাসের সন্ধান মেলে।

স্বাভাবিকভাবেই এমন পরিস্থিতিতে জুভেন্টাসের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে চিন্তা বাড়ে অনুরাগীদের। সপরিবারে একটি দ্বীপে আইসোলেশনে চলে যান পর্তুগিজ তারকা। তবে দিবালা সুস্থ হয়ে ওঠায় সকলেই স্বস্তি পাচ্ছেন। আর্জেন্টাইন স্ট্রাইকার জানালেন, করোনায় আক্রান্ত হওয়ার পর প্রবল শ্বাসকষ্টে ভুগেছেন তিনি।

দিবালার কথায়, ‘‌আমার শরীরে করোনার উপসর্গ বেশ প্রকট হয়ে উঠেছিল। এখন অনেকটাই ভাল আছি। হাঁটাচলা করতে পারছি। শরীরচর্চা করছি। দিন কয়েক আগে অবধি কোনও কাজ করতে গেলেই শ্বাসকষ্ট হচ্ছিল। সারা শরীরে ব্যথা ছিল।’‌

আসলে প্রথমে শরীরে কোনও উপসর্গ ধরা না পড়লেও ইওরোপে করোনার সংক্রমণ বাড়তে থাকায় হোম আইসোলেশনে চলে গিয়েছিলেন দিবালা। পরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে করোনা পরীক্ষাও করান। সেখানেই জানা যায়, ভাইরাস ঢুকেছে দিবালার শরীরে। এখন অবশ্য সুস্থ ২৬ বছরের তারকা।

  • সর্বশেষ
  • পঠিত