ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

শ্রমজীবীদের পাশে দাঁড়াতে মাহমুদউল্লাহর আহ্বান

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৮ মার্চ ২০২০, ১৮:৪০

শ্রমজীবীদের পাশে দাঁড়াতে মাহমুদউল্লাহর আহ্বান

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সবাইকে বাড়িতে অবস্থান করার নিদের্শনা দেয়া হচ্ছে। অনেকে সেটা না মেনে বেরিয়ে পড়ছেন। এতে বাড়ছে সংক্রমণের ঝুঁকি। বাড়িতে এভাবে সময় কাটাতে গিয়ে অনেকেই হাঁপিয়ে উঠছেন। তাদেরকে বার্তা দিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এই কঠিন সময়টা পেরিয়ে ভালো সময় আসবে বলেও আশাবাদী তিনি।

ফেসবুকে মাহমুদউল্লাহ শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে সমাজের বৃত্তশালীদের আহ্বান জানিয়েছেন। মাহমুদউল্লাহ বলেন, ‘যারা শ্রমজীবী মানুষ আছে তারা হয়তো এ মুহূর্তে বেকার হয়ে পড়ছে। তাদের পাশে দাঁড়ানো জরুরী। আমরা চেষ্টা করবো যার যার অবস্থান থেকে এগিয়ে আসার। তাদের সাহায্য করার।’

বর্তমান সময়ে ঘরে থাকতে থাকতে অবসাদ চলে আসতে পারে সবারই। তবুও যেন বাইরে না যাওয়া হয়। এমনটাই চাওয়া মাহমুদউল্লাহর, ‘আমাদের ভেতরে হয়তো একটু অবসাদ চলে আসতে পারে। একটু একঘেয়েমি অনুভব হতে পারে। মাথায় আসতে পারে একটু বাসার নিচে যাই। একটু কয়েকজনের সঙ্গে কথা বলি বা বাসার সামনের মোড় থেকে একটু হেঁটে আসি। যদি কারো মাথায় কিংবা মনে এরকম চিন্তাধারা উঁকি দিয়ে থাকে সেগুলোও যেন আমরা মাথা থেকে ঝেড়ে ফেলি। কারণ এ মুহূর্তে বাসায় থাকাটাই নিরাপদ। এটা সময়ের দাবি। এই নিয়মটা যেন আমরা মেনে চলি। এটা যতটুকু আমার জন্য প্রযোজ্য ঠিক আমাদের পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য। আবার অন্যদের এবং তাঁদের পরিবারের জন্য প্রযোজ্য। নিজে নিরাপদে থাকি এবং অন্যদের নিরাপদে রাখার চেষ্টা করি।’

মরণ ব্যাধি করোনায় নিয়োজিত চিকিৎসদের ধন্যবাদ জানিয়েছেন মাহমুদউল্লাহ, ‘আমাদের ডাক্তার, নার্সরা এবং যারা চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। এই দুঃসময়ে করোনার মতো মহামারী ব্যাধির সময় তাঁরা যেভাবে এগিয়ে এসেছেন, দেশকে সেবা দিচ্ছেন সেজন্য মন থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমি বিশ্বাস করি এ মহৎ কাজের জন্য আপনারা অবশ্যই পুরস্কৃত হবেন।’

ঘরে থেকে রিয়াদ যেভাবে সময় পার করছেন সেটিও শেয়ার করেছেন তার ভক্তদের সঙ্গে।‘কয়েকদিন বাসায় বসে আছি। বাসার নিত্য দিনের কাজগুলো করছি। গাছে পানি দিচ্ছি। বই পড়ছি। ব্যয়াম করছি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছি।’

  • সর্বশেষ
  • পঠিত