ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৮ মিনিট আগে
শিরোনাম

করোনা রুখতে ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৮ মার্চ ২০২০, ২২:৫৬

করোনা রুখতে ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’

সমাজের দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষদের জন্য বরাবরই হৃদয় কাঁদে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। নিজের ব্যাট, জার্সি বিক্রি করে তা অসহায় মানুষদের হাতে তুলে দিয়েছেন আগেই। এবার নিজেই একটি ফাউন্ডেশন গঠন করলেন সাকিব আল হাসান। যার নাম তিনি দিয়েছেন ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’

বিশ্বের ন্যায় বাংলাদেশেও প্রাণঘাতি করোনাভাইরাস শনাক্ত হওয়ায় টানা ১০ দিনের অঘোষিত লকডাউন চলছে। ‘লকডাউন’ এর মধ্যে সবচেয়ে বেশি কষ্টভোগ করছেন দরিদ্র ও খেটে খাওয়া মানুষ। সেই সব দরিদ্র ও অসহায়দের সহায়তার জন্য এবার এগিয়ে আসলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

শনিবার (২৮ মার্চ) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে সাকিব আল হাসান নিজেই এ ঘোষণা দেন। সাকিব জানান, একসাথে আমরা যে কোনও কিছুকে কাটিয়ে উঠতে পারি। আসুন সবাই মিলে দল হিসাবে কাজ করি। আমাদের কণ্ঠ ও হাত বাংলাদেশকে বাঁচাতে পারে।

করোনাভাইরাসের কারণে খাদ্য সঙ্কটে পড়া দারিদ্র মানুষ এবং চিকিৎসার জন্য ২৭ জন টাইগার ক্রিকেটার তাদের এক মাসের বেতনের অর্ধেক দান করেছেন। এছাড়াও মাশরাফি, লিটন দাস, রুবেল হোসন ও মোসাদ্দেক হোসেনরা নিজে উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়েছেন।

  • সর্বশেষ
  • পঠিত