ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৬ মিনিট আগে
শিরোনাম

চার মাসের বেতন পাবেন না রোনালদোরা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৯ মার্চ ২০২০, ১২:৪৪

চার মাসের বেতন পাবেন না রোনালদোরা

করোনাভাইরাসের হানায় থমকে গেছে বিশ্ব, থেমে গেছে সব ধরনের খেলা। ইউরোপের শীর্ষ পাঁচ লীগও তাই বন্ধ। মাঠে খেলা না থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়েছে ক্লাবগুলো। সেই আর্থিক ক্ষতির কিছু অংশ পুষিয়ে নিতে দেশটির ঘরোয়া লিগের বর্তমান চ্যাম্পিয়ন দল জুভেন্টাসের খেলোয়াড়দের চার মাস বেতন না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, পরিস্থিতি বিবেচনায় জুভেন্টাসের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের মার্চ, এপ্রিল, মে ও জুন মাসে পুরো বেতন না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জুভেন্টাস জানিয়েছে, এই অর্থের পরিমাণ দাঁড়াবে প্রায় ৯০ মিলিয়ন ইউরো। যা দিয়ে ক্লাব কর্মচারীদের বেতনসহ অন্যান্য খরচ চালানো হবে। খেলোয়াড়রাও এমন সিদ্ধান্ত মেনে নেয়ায় ধন্যবাদ জানানো হয়েছে ক্লাবের পক্ষ থেকে।

  • সর্বশেষ
  • পঠিত