ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

করোনায় আক্রান্ত বার্সার কিংবদন্তি গোলরক্ষক

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৯ মার্চ ২০২০, ১৭:০৭

করোনায় আক্রান্ত বার্সার কিংবদন্তি গোলরক্ষক

মরণ ব্যাধি করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ। বিশ্বের নামি-দামি কিংবা আলোাচিত তারকারাও মহামারী আকার ধারণ করা এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই সেই তালিকায় যোগ হলো বার্সেলোনার কিংবদন্তি গোলরক্ষক রুস্ত রেকবারকে।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল শনিবার তুরস্কের একটি হাসপাতালে নেয়া হয় ৪৬ বছর বয়সী সাবেক তুর্কি গোলরক্ষককে। পরীক্ষায় করোনা পজিটিভ হন তিনি। নিশ্চিত করেছেন তুরস্কের হয়ে সর্বোচ্চ ১২০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা গোলরক্ষকের স্ত্রী ইসিল। ইন্সটাগ্রামে তিনি লিখেছেন, ‘হঠাৎই করোনার লক্ষণ বৃদ্ধি পেতে থাকায় হাসপাতালে নিয়ে যাই। ওই মুহূর্তটা ছিল অনেক কঠিন। সেখানে পরীক্ষার পর পজিটিভ ফল আসে। আমিসহ পরিবারের অন্যদেরও পরীক্ষা করা হয়। আমার স্বামী ছাড়া সবারই নেগেটিভ ফল এসেছে।’

২০০২ সালে ফুটবল বিশ্বকাপে তুরস্কের গোলরক্ষকের দায়িত্ব পালন করেছেন রুস্ত। তার দুর্দান্ত নৈপুণ্যে দলকে তুলেছিলেন সেমিফাইনালে। এক সময় বার্সেলোনাতেও যোগ দিয়েছিলেন। যদিও স্প্যানিশ জায়ান্টদের হয়ে এক মৌসুমে খেলেছেন মাত্র ৪ ম্যাচ। ২০১২ সালে ২৪ বছরের পেশাদার ক্যারিয়ারের ইতি টানেন তুরস্কের এই কিংবদন্তি গোলরক্ষক। ২০০২ বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলের একের পর এক শট ঠেকিয়ে দেয়া গোলরক্ষক অদৃশ্য ভাইরাস করোনাকে ঠেকাতে পারলেন না। এই ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

রুস্তে করোনায় আক্রান্ত হলে তার স্ত্রী বলেন, ‘করোনা ভাইরাসকে হালকা করে না দেখার অনুরোধ। ‘ও এখন একা হাসপাতালে ভর্তি আছে। আমরা চাইলেও ওর সঙ্গে দেখা করতে পারছি না। এটাই সবচেয়ে বড় কষ্টের বিষয়। তবে সৃষ্টিকর্তা মহান, রুস্তুও তুরস্কের ডাক্তারদের ওপর ভরসা রেখেছে। আশা করি এই কঠিন সময়টাও কেটে যাবে। ওর জন্য প্রার্থনা করবেন আপনারা। আপনারা দয়া করে করোনাভাইরাস সম্পর্কে জানুন, কেউ এটাকে হালকাভাবে নেবেন না।’

  • সর্বশেষ
  • পঠিত