ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৮ মিনিট আগে
শিরোনাম

নারী ক্রিকেটারদের জন্য বিসিবির আর্থিক সহায়তা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩০ মার্চ ২০২০, ১৩:২৯

নারী ক্রিকেটারদের জন্য বিসিবির আর্থিক সহায়তা

করোনা ভাইরাসের জন্য দেশের সব ধরনের ক্রিকেট বন্ধ। কদিন আগেই বিসিবির কেন্দ্রীয় চুক্তি ও প্রথম শ্রেণির চুক্তির বাইরে ঢাকা প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী ক্রিকেটারদের এককালীন ৩০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছিল বিসিবি। এবার নারী ক্রিকেটাদেরও এককালীন ২০ হাজার টাকা দেওয়ার ঘোষণা এলো বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পক্ষ থেকে।

জাতীয় ক্রিকেট লিগ নারী ক্রিকেটারদের আয়ের অন্যতম একটি বড় উৎস। কিন্তু করোনার কারণে সব ধরনের ক্রিকেট আপাতত স্থগিত রয়েছে। তাই ক্রিকেটাররা যাতে আর্থিক সমস্যার মধ্যে না পড়ে সে জন্যই বিসিবি আর্থিক সহযোগিতা দিচ্ছে।

বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘পুরুষ ক্রিকেটারদের মতো নারী ক্রিকেটাররাও আয়ের জন্য ঘরোয়া লিগগুলোর দিকে তাকিয়ে থাকে। নারী ক্রিকেটারদের একটা ক্যাম্প চলছিল। কিন্তু করোনা ভাইরাস আতঙ্কের কারণে বাধ্য হয়েই আপাতত ক্রিকেট থেকে দূরে আছে তারা। তাই তাদের সাহায্যের প্রয়োজন।’

  • সর্বশেষ
  • পঠিত