ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

মেসি থেকে মুশফিক সবাই এগিয়ে এসেছেন করোনা সংকটে

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩১ মার্চ ২০২০, ১৬:২৮  
আপডেট :
 ৩১ মার্চ ২০২০, ১৬:৩৪

মেসি থেকে মুশফিক সবাই এগিয়ে এসেছেন করোনা সংকটে

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে নানান দেশের সরকার নানান ধরনের উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি দেশগুলোর দাতা সংস্থাগুলোও এগিয়ে আসছে। সাথে সাথে ব্যক্তি উদ্যোগে এগিয়ে আসছেন অনেকেই। আর এ তালিকায় রয়েছেন মুশফিক থেকে শুরু করে মেসিসহ অন্যান্যরা।

বাংলাদেশের ক্রিকেটাররা: করোনা সংকট মোকাবিলায় সহায়তার জন্য বাংলাদেশের ক্রিকেটাররা নিজেদের বেতনের অর্ধেক অনুদান হিসেবে দেবেন। একটা তহবিল গঠন করা হয়েছে। সেই তহবিলে ইতিমধ্যে ৩০ লাখ ১৫ হাজার টাকা জমা হয়েছে।

লিওনেল মেসি: করোনায় সংক্রমিতদের চিকিৎসা এবং ভ্যাকসিন আবিষ্কারের গবেষণায় সহায়তার জন্য ১০ লাখ ইউরো দিয়েছেন লিওনেল মেসি। এরমধ্যে পাঁচ লাখ ইউরো পাবে বার্সেলোনা ক্লিনিক, বাকি পাঁচ লাখ পাবে মেসির দেশ, অর্থাৎ আর্জেন্টিনার সরকার।

ক্রিস্টিয়ানো রোনাল্ডো: মেসির আগেই অবশ্য পর্তুগালের দুটি হাসপাতালকে ৫ লাখ করে মোট ১০ লাখ ইউরোর অনুদানের ঘোষণা দেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। লিসবন আর পোর্তোর দুটি হাসপাতাল পাবে এই টাকা।

পেপ গার্দিওয়ালা: এখন তিনি ম্যানচেস্টার সিটির কোচ। তবে পেপ গার্দিওয়ালার সবচেয়ে উজ্জ্বল সময় কেটেছে বার্সেলোনা ক্লাবে। তাছাড়া স্পেন তার নিজের দেশ। তাই করোনা-সংকট মোকাবিলায় স্পেনের একটি ফাউন্ডেশন এবং একটি মেডিকেল কলেজকে পাঁচ লাখ করে মোট ১০ লাখ ইউরো অনুদান দিয়েছেন গার্দিওলা।

বাংলাদেশ জার্নালে আরো পড়তে পারেন:

> লকডাউন: বাড়ি ফিরতে ছেলেকে কাঁধে নিয়ে ২ দিন হাঁটলেন যুবক

> করোনা প্রতিরোধে নির্দেশনা মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর

> করোনাভাইরাস: নাগরিকরা প্রত্যেকে পাবেন ১২ শ ডলার​

> ঢাকা মেডিকেলে ৩ ঘণ্টায় মিলবে করোনা টেস্টের ফল​

> বিদেশী নাগরিকদের সহযোগিতার আশ্বাস পররাষ্ট্রমন্ত্রীর

> প্রাথমিক শিক্ষকদের টিফিন ফি যাবে ‘করোনা ফান্ডে’​

> যে ৭ রোগ থাকলে করোনা হলে আপনার ঝুঁকি বেশি​

> করোনার সচেতনতায় এমনটা কেউ করেননি আগে​

> চট্টগ্রামে ছাপা পত্রিকার বিক্রি কমেছে ৯০ শতাংশ​

> দেশ লকডাউন হলেও মসজিদ বন্ধ করা যাবে না

> পিপিই ছাড়া চিকিৎসা দেয়ার নির্দেশনা স্থগিত

> করোনাভাইরাসকে ‘অবহেলা’ করছেন ট্রাম্প​

> করোনা নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা

> খুব দ্রুত করোনার ‘ওষুধ’ আনছে জাপান​

> লকডাউনে ঘরে সুস্থ থাকার উপায়​

> ৯৯ বছর বয়সী বৃদ্ধর করোনাজয়​

> চা পানেই করোনা থেকে মুক্তি!

> গণমাধ্যমেও করোনা​

> কাশি দিলেই শাস্তি

রবার্ট লেভানডোস্কি: করোনাভাইরাস মোকাবিলয়জার্মান সরকার কে ১০ লাখ ইউরো দিয়েছেন বায়ান মিউনিখের স্ট্রাইকার রবার্ট লেভানডোস্কি।

জার্মান ফুটবলারদের অনুদান: জার্মানির জাতীয় দলের খেলোয়াড়রা দেশের সরকারকে ২৫ লাখ ইউরো দেবেন।

বিরাট কোহলি-আনুশকা শর্মা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ তহবিলে মোটা অঙ্কের অনুদান দিয়েছেন বিরাট কোহলি ও তার স্ত্রী আনুশকা শর্মা। কত টাকা? সেটা তারা বলেননি।

ভারতীয় ক্রিকেট বোর্ড: এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, তারা নরেন্দ্র মোদীর তহবিলে ৫১ কোটি রুপি দেবে।

পাকিস্তানের ক্রিকেটাররা: এদিকে পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা পাকিস্তানের ক্রিকেটাররা সে দেশের সরকারকে ৫০ লাখ রুপি অনুদান দেবেন।

বাংলাদেশ জার্নাল/এইচকে

আরো পড়ুন:

> করোনা ‘জয়ে’ সুখবর​

> করোনায় বাড়িতে যা করবেন

> বাড়ি জীবাণুমুক্ত রাখবেন যেভাবে​

> ঘরে বসেই করোনার ঝুঁকি পরীক্ষা​

> করোনা পরিস্থিতি তুলনামূলক নিয়ন্ত্রণে​

> করোনায় সুন্দরবনের কপালে কী আছে!​

> করোনা ঠেকাতে তালপাতার মাস্ক ব্যবহার

> করোনায় প্রাথমিকে ‘বার্তা’ দিবে মন্ত্রণালয়

> কোনো ধরনের জনসমাগম নয়: প্রধানমন্ত্রী

> করোনায় চিকিৎসক যুগলের অন্যন্য দৃষ্টান্ত​

> করোনা একটি যুদ্ধ, আমাদের জিততে হবে

> করোনাভাইরাস: সাত উপায়ে থামবে ভুল তথ্য​

> করোনায় ঘরে পণ্য পৌঁছে দিতে ‘হোম সার্ভিস’​

> মাছ বিক্রেতা নারীই বিশ্বের প্রথম করোনা রোগী!​

> পুলিশের লাঠিপেটা হয়রানি, বিভিন্ন মহলে ক্ষোভ​

> করোনা চিকিৎসায় আশার আলো দেখছেন চিকিৎসা

> রাজধানীর যেসব হাসপাতালে মিলবে করোনার চিকিৎসা​

> করোনা মোকাবিলায় ৭ মাসের বেতন দান করলেন এরদোগান

  • সর্বশেষ
  • পঠিত