ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৪ মিনিট আগে
শিরোনাম

বাংলাদেশ সফর নিয়ে যা বললেন পেইন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২০, ১১:৪৮

বাংলাদেশ সফর নিয়ে যা বললেন পেইন

করোনাভাইরাসের কারণে স্থবির গোটা বিশ্ব। বাতিল হয়ে যাচ্ছে একের পর এক সিরিজ। আগামী জুনে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের ভাগ্যও ঝুলছে অনিশ্চয়তার সুতোয়। শঙ্কা আরও বাড়ল অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইনের কথায়। বর্তমান বাস্তবতায় এই সিরিজ হওয়ার সম্ভাবনা দেখছেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।

মঙ্গলবার এক ভিডিও কনফারেন্সে পেইন জানান, ‘মাঠে নামতে মুখিয়ে থাকলেও এই মুহূর্তে ক্রিকেটের চেয়ে তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য-নিরাপত্তা ও জীবনের স্বাভাবিক ছন্দে ফেরা।’

বিশ্ব যেখানে টিকে থাকার সংগ্রাম করছে, সেই পরিস্থিতিতে ক্রিকেটকে অগ্রাধিকার দিতে নারাজ পেইন, ‘আমার মনে হয়, সব ক্রিকেটারই চাইবে যে কোনোভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করতে কিন্তু সেটি যদি না হয়, বুঝতে হবে বিশ্ব এখন আরও বড় সমস্যা সামলাচ্ছে। পুরো পরিস্থিতিই যে কোনো খেলা থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিছু টেস্ট ম্যাচ মিস করা সেই তুলনায় আমাদের খুব একটা ভোগাবে না। এটা বুঝতে আইনস্টাইন হতে হয় না যে, বাংলাদেশ সফর খুব সম্ভবত হচ্ছে না, অন্তত জুনে। সিরিজ বাতিল হয়ে যাবে নাকি পিছিয়ে যাবে, সেটি এখনও নিশ্চিত নয়। এখন গুরুত্বপূর্ণ হল মানুষের সুস্থতা ও বিশ্বের স্বাভাবিক জীবনে ফেরা।’

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত