ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

বাতিলের শঙ্কায় নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২০, ১৬:৩৭

বাতিলের শঙ্কায় নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর

করোনাভাইরাসের কারণে থমকে গেছে বিশ্ব ক্রীড়াঙ্গন। এ মুহূর্তে বন্ধ বিশ্বে সব খেলাধুলা। একে একে বাতিল হওয়ার পথে সম্ভাব্য সিরিজগুলোও। দুদিন আগেই জুনে হতে যাওয়া বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন। এবার আগস্টে হতে যাওয়া বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) প্রধান ডেভিড হোয়াইট এমন ইঙ্গিত দিয়েছেন।

শুক্রবার অকল্যান্ডে সাংবাদিকদের তিনি জানান, করোনাজনিত কারণে আসছে শীতকালীন মৌসুমে নিউজিল্যান্ডের নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফর ‘মারাত্মক অনিশ্চয়তায়’ পড়েছে। সংশয় দেখা দিয়েছে আগামী আগস্টে বাংলাদেশ সফর নিয়েও।

হোয়াইট বলেন, খেলাধুলা সংশ্লিষ্ট সবার জন্যই এ অবস্থা হতাশাজনক। তবে ছবিটা আরও বৃহৎ দৃষ্টিতে দেখতে হবে। কোভিড-১৯ বৈশ্বিক প্রাদুর্ভাবে পরিণত হয়েছে। শুধু আমাদের নিজেদের লোকজনের দিকে তাকালে হবে না, সবার মঙ্গল দেখতে হবে। সমগ্র বিশ্ববাসীর যাতে কল্যাণ হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এখানে বৃহৎ স্বার্থটাই মুখ্য।

নিউজিল্যান্ডেও বিষাক্ত ছোবল বসিয়েছে করোনা। প্রাণঘাতী এ ভাইরাসে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে; মৃতের সংখ্যা একজন। এর থাবায় অন্যান্য দেশের মতো সেখানেও সব ধরনের খেলাধুলা বন্ধ রয়েছে।

  • সর্বশেষ
  • পঠিত