ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

অবসরের ইঙ্গিত কোহলির!

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২০, ২৩:০১

অবসরের ইঙ্গিত কোহলির!

কয়েকমাস আগে আকার ইঙ্গিতে ক্রিকেটের যেকোনো একটি ফরম্যাট থেকে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এবার করোনাভাইরাসের দাপটে গৃহবন্দি কোহলি আবারও একই কথা বললেন। বয়স ৩১ হয়ে গেছে। তিন সংস্করণের ক্রিকেটেই তার ব্যাপক চাহিদা আছে। কিন্তু বয়সটা বেড়ে যাওয়ায় এত লোড নিতে পারছেন না তিনি। তাছাড়া ভারত বিশ্বের সবেচয়ে বেশি ক্রিকেট ম্যাচ খেলে। একের পর এক সিরিজ লেগেই থাকে। তাই যে কোনো এক সংস্করণ বাদ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন কোহলি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসনের সঙ্গে এক লাইভে এ ইঙ্গিত দেন কোহলি। এত খেলার চাপ নেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সত্যি বলতে, আমি বিরতি ঠিকই নিচ্ছি। আমার মনে হচ্ছিল গত ২-৩ মৌসুমে অনেক বেশিই করছি। তাই আমি যখন-তখন ওয়ানডে বা টি-টোয়েন্টি সিরিজে এখানে বা ওখানে বিরতি নিয়েছি। তবে আমি টেস্ট ক্রিকেট মিস করতে চাই না, সত্যি।’

তিনি যোগ করেন, ‘মাঝে এমন কয়েকটি টি-টোয়েন্টি ম্যাচ ছিল, যেগুলো আমার কাছে খুব প্রাসঙ্গিক মনে হয়নি। আমি সেটা সংবাদ সম্মেলনেও বলেছি। আমি বলেছিলাম, এমন কোনো ম্যাচ খেলতে চাই না যেখানে প্রেরণা বা উদ্যমটা থাকবে শূন্য। আমি এভাবে খেলতে পছন্দ করি না।’

সামনের ওয়ানডে বিশ্বকাপের পর তাই একটা সিদ্ধান্ত নেবেন, আগেভাগেই জানিয়ে রাখলেন কোহলি। বলেন, ‘আমি গত নয় বছরে তিন ফরমেটেই খেলে যাচ্ছি। সঙ্গে আইপিএলে ছয় বছর ধরে নেতৃত্ব দিচ্ছি আরসিবিকে। এটা সহজ নয়। আমি আগামী ২-৩ বছরের জন্য বিশ্বকাপ পর্যন্ত একটা লক্ষ্য স্থির করেছি। আমি সর্বোচ্চটা দিয়েই খেলব। তারপর দেখব কোথায় দাঁড়িয়ে আছি, কোন ফরমেটে খেলব, সব প্রশ্ন তখন আসবে।’

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত