ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

করোনা আতঙ্কে ফরাসি ফুটবল ডাক্তারের আত্মহত্যা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২০, ১৫:৫০  
আপডেট :
 ০৬ এপ্রিল ২০২০, ১৫:৫৬

করোনা আতঙ্কে ফরাসি ফুটবল ডাক্তারের আত্মহত্যা

করোনা আক্রান্ত হয়ে আত্মহত্যা করলেন ফ্রান্সের প্রথম সারির ফুটবল ক্লাব রেইমসের অভিজ্ঞ টিম ডাক্তার বার্নার্ড গঞ্জালেজ। গত দু'দশক ধরে তিনি লিগ ওয়ানে খেলা ফরাসি দলটির সঙ্গে যুক্ত ছিলেন। ক্লাবের তরফে বিজ্ঞপ্তি মারফৎ খবরের সত্যতা স্বীকার করে নাওয়া হয়। দীর্ঘ ২০ বছর ক্লাবের টিম ডাক্তার হিসেবে কাজ করা বার্নার্ডের মৃত্যু শোকাহত রেইমস। লিগ ওয়ান দলটির পক্ষ থেকে শোক প্রকাশ করে জানানো হয়েছে, ‘আমরা বিধ্বস্ত। বার্নার্ডের জন্য রেইমস কাঁদছে।’

সুইসাইড নোটে বার্নার্ড নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন। যদিও সূত্রের খবর যে, ‘৬০ বছর বয়সী গঞ্জালেজ গত দু'দিনে ক্রমশ সুস্থ হয়ে ওঠার লক্ষণ দেখাচ্ছিলেন। রেইমসের মেয়র আর্নাদ রবিনেট জানান, শুধুমাত্র ক্লাবই নয়, রেইমসের অসংখ্য সাধারণ মানুষ ব্যাথিত। কারণ তিনি শুধু ক্লাবের নয়, রেইমসের প্রচুর মানুষের চিকিৎসা করতেন।’

তিনি আরও বলেন, ‘বার্নার্ডের মৃত্যুর খবর আমাকে নাড়িয়ে দিয়েছে। ওকে আমি দীর্ঘদিন ধরে চিনি। ও নিজের ব্যক্তিত্ব ও পেশাদারিত্বের জন্য সবার কাছে অত্যন্ত প্রিয় ছিল। রেইমস এফসি'র প্রেসিডেন্ট জা’পিয়ের বলেন, বার্নার্ডের মৃত্যুর খবর শুনে আমি স্তম্ভিত। শুধু ফ্রান্সের ফুটবলমহলই নয়, যারা ওর সংস্পর্শে এসেছে, সবাই ওর ওভাব বোধ করবে। একজন অসাধারণ মানুষকে আমরা চিরতরে হারালাম।’

উল্লেখ্য, করোনা মহামারী ইতোমধ্যেই ফ্রান্সে ৮ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়েছে।

  • সর্বশেষ
  • পঠিত