ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

করোনায় সাবেক ইতালিয়ান অ্যাথলেটের মৃত্যু

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২০, ১৯:৫৭

করোনায় সাবেক ইতালিয়ান অ্যাথলেটের মৃত্যু

কদিন আগেই প্রাণঘাতী করোনায় মৃত্যুবরণ করেছিলেন ইতালিয়ান অলিম্পিক অ্যাথলেট দোনাতো সাবিয়ার বাবা। এবার নিজেই করোনাভাইরাসের শিকার হয়ে প্রাণ হারালেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৬ বছর। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইতালিয়ান অলিম্পিক কমিটি (কোনি)। এ ব্যাপারে এক বিবৃতিতে কোনি জানিয়েছে, সাবিয়া ৮০০ মিটার অলিম্পিকে দুবারের ফাইনালিস্ট ছিলেন। তিনি বেশ কিছুদিন ধরে দক্ষিণ ইতালি অঞ্চলের বাসিলিকাতার পোতেনজায় স্যান কার্লো হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন।

এদিকে সাবিয়ার মৃত্যুতে ইতালিয়ান অ্যাথলেটিকস ফেডারেশন জানায়, এটা শোকের ভেতর আরো বড় শোক আমাদের জন্য। দোনাতো এমন একজন মানুষ যাকে ভালো না বেসে উপায় নেই। তিনি যতটাই না প্রতিভাবান অ্যাথলেট, তার চেয়ে বেশি ভালো মানুষ ছিলেন।

১৯৮৪ সালে ইউরোপিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে ৮০০ মিটার দৌড়ে স্বর্ণপদক জেতেন দোনাতো সাবিয়া। ওই বছরেই লস এঞ্জেলেস অলিম্পিকে ৮০০ মিটার দৌড়ের ফাইনালে অংশ নিয়ে পঞ্চম স্থান অর্জন করেন তিনি। এছাড়া ১৯৮৮ সিউল অলিম্পিকে একই ইভেন্টের ফাইনালে অংশ নিয়ে সপ্তম হন এই অ্যাথলেট।

  • সর্বশেষ
  • পঠিত