ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

এই লড়াই বিশ্বকাপ জয়ের লড়াইয়ের মতো

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২০, ১৪:৫৩  
আপডেট :
 ১৭ এপ্রিল ২০২০, ১৪:৫৭

এই লড়াই বিশ্বকাপ জয়ের লড়াইয়ের মতো

করোনাভাইরাসের হাত থেকে রক্ষা পেতে লড়ছে সারাবিশ্বের লাখ লাখ মানুষ। কেউ হার মানছে, আবার কেউ মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসছে। কিন্তু লড়াইটা এখনো অব্যাহত রয়েছে সারাবিশ্বে। আর এই লড়াইকে বিশ্বকাপ ট্রফির জন্য লড়াইয়ের সাথে তুলনা করলেন ভারতের কোচ রবি শাস্ত্রী। এই মানবিক বিশ্বকাপ জয় হবে বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় শাস্ত্রী বলেন, ‘কোভিড-১৯ পুরো বিশ্ব এখন বিধ্বস্ত। সারাবিশ্বের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। কঠিন এক লড়াইয়ে মুখে আমরা সকলেই দাঁড়িয়ে। হাসপাতালে চিকিসকরা লড়াই করছেন। বাইরে আইন-শৃঙ্খলাবাহিনী লড়াই করছে। ঘরে নিজেকে বন্দী করে মানুষজন লড়াই করছে। কিন্তু এখনও কেউই হাল ছাড়েনি। আমার কাছে মনে হয়, এই লড়াইটা বিশ্বকাপ জয়ের জন্য লড়াইয়ের মতো। বিশ্বকাপ জিততে খেলোয়াড়রা যেমন নিজেদের সেরাটা বিলিয়ে দেয়। ঠিক তেমনি বিশ্বের সকল মানুষও স্বাভাবিক জীবনের জন্য লড়াই করছে।’

এই ভাইরাসের বিপক্ষে জয় পাওয়াটা হবে সকলের জন্য সেরা জয়। সাধারন কোন বিশ্বকাপের মত নয় বলে মন্তব্যও করেন শাস্ত্রী। তিনি বলেন, ‘করোনাভাইরাসকে মোকাবেলা করা সহজ কিছু নয়। কঠিন এক পরীক্ষায় সকলে। এটি সব বিশ্বকাপের সেরা বিশ্বকাপ। এখানে শুধু ১১ জন খেলোয়াড় খেলছে না সাবাবিশ্বই খেলছে। করোনাকে হারিয়ে আমরা একটা মানবিক বিশ্বকাপ জয় করি।’

  • সর্বশেষ
  • পঠিত