ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

করোনা আক্রান্ত ব্রাজিলিয়ান ডিফেন্ডার

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৯ মে ২০২০, ১৭:৪৭

করোনা আক্রান্ত ব্রাজিলিয়ান ডিফেন্ডার

স্থগিত হয়ে যাওয়া লা লিগার চলতি মৌসুম ফের শুরুর জন্য অনুশীলনে ফিরতে শুরু করেছে ক্লাবগুলো। তবে তার আগে করোনা ভাইরাসের পরীক্ষা দিচ্ছে হচ্ছে ফুটবলারদের। সেই পরীক্ষা দিতে গিয়েই বড় রকমের ধাক্কা খেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে ক্লাবটির ব্রাজিলিয়ান ডিফেন্ডার রেনান লোদির শরীরে। তিনি তাই বাসায় হোম কোয়ারেন্টাইনে আছেন। সতীর্থদের সংস্পর্শে আসেননি। কারণ তাতে তার সতীর্থরা করোনা আক্রান্ত হতে পারেন।

ব্রাজিলের লেফট ব্যাক লোদির দেহে করোনার কোন উপসর্গ ছিল না। তবে তার করোনা পরীক্ষা করে জানা গেছে, বেশ ভালোমতোই আক্রান্ত হয়েছেন তিনি। আগামী সপ্তাহে তাকে আবার করোনা পরীক্ষার আওতায় আনা হবে। যদি তিনি করোনা পরীক্ষায় নেগেটিভ আসেন তবে শুরু করতে পারবেন স্বতন্ত্র অনুশীলন।

অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যে কেবল লোদিই করোনা আক্রান্ত হয়েছেন। তবে ডিয়াগো সিমিওনের আরও দশ শিষ্য করোনাভাইরাসের সংস্পর্শে গেছেন বলে জানতে পেরেছে তারা। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গিয়েছিলেন রেনান লোদিও। তবে লোদি ছাড়া অন্যদের করোনা ধরা পড়েনি।

  • সর্বশেষ
  • পঠিত