ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

অলিম্পিকে ক্রিকেট ফেরাতে মরগ্যানের প্রস্তাব

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৯ মে ২০২০, ২০:৫২

অলিম্পিকে ক্রিকেট ফেরাতে মরগ্যানের প্রস্তাব

ক্রিকেটের প্রসার যাতে আরো বাড়ানো যায় সেই কারণে অলিম্পিক এবং কমনওয়েলথ গেমস এর মত প্রতিযোগিতায় ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আইসিসি। এর আগে অলিম্পিক এবং কমনওয়েলথ গেমসে মাত্র একবার করেই হয়েছে ক্রিকেট। তবে অলিম্পিকে ক্রিকেটকে ফেরানোর জন্য বিশ্বকাপজয়ী ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গান দিলেন এক অভিনব প্রস্তাব।

ইংল্যান্ডে বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যান চাইছেন অলিম্পিকে টি-১০ ক্রিকেটের অন্তর্ভুক্তি করা হোক। ইতিমধ্যে ২০২২ বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেট অন্তর্ভূক্ত হয়েছে। সেই কারণে ইয়ন মর্গ্যান চাইছেন এবার অলিম্পিকেও অন্তর্ভুক্ত করা হোক ক্রিকেট। আর সেটি হোক টি-১০ ফরম্যাটে। এর ফলে একদিকে যেমন ম্যাচ গুলি আরও আকর্ষণীয় হবে অপরদিকে ৮ থেকে ১০ দিনের মধ্যে শেষ হয়ে যাবে টুর্নামেন্ট।

বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগ্যান মনে করেন টি-টোয়েন্টি ক্রিকেটের থেকেও টি-টেন ক্রিকেট আরো বেশি জনপ্রিয় হয়ে উঠবে বিশ্বজুড়ে। আর সেই কারণে এই ফরম্যাটকে কাজে লাগিয়ে অলিম্পিকে ক্রিকেট ফেরাতে উদ্যোগী হয়েছেন মরগ্যান।

  • সর্বশেষ
  • পঠিত