ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

‘একমাত্র বাংলাদেশে এসেই কোন সমর্থন পাই না’

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৬ মে ২০২০, ১৪:৫৬  
আপডেট :
 ১৬ মে ২০২০, ১৫:১৩

‘একমাত্র বাংলাদেশে এসেই কোন সমর্থন পাই না’

কয়েক বছর আগেও বাংলাদেশ ও ভারতের মধ্যে ‘চিরশত্রু’ আবহটা ছিল না। কিন্তু ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পর পাল্টে গেছে গোটা চিত্র। ওই ম্যাচে আম্পায়ারদের কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত গিয়েছিল ভারতের পক্ষে। সেসব নিয়ে এখনও ক্ষোভ জমা রয়েছে বাংলাদেশের অনেক ক্রিকেটপ্রেমীর মনে।

শুক্রবার রাতে তামিম ইকবালের সঙ্গে সরাসরি অনলাইন আড্ডায় যোগ দেন এই ভারতীয় ওপেনার। দুজন খোশ মেজাজে ক্রিকেট ও ক্রিকেটের বাইরের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন। সেখানেই রোহিত শর্মা জানালেন, পৃথিবীর যে প্রান্তেই খেলতে যান না কেন, ভক্তদের সমর্থন পান। একমাত্র বাংলাদেশে এলেই না-কি ভিন্ন পরিবেশের মুখোমুখি হতে হয়। এখানকার মাঠে খেলা হলে ভারত ন্যূনতম কোনো সমর্থন পায় না।

বাংলাদেশের সমর্থকরা যারা মাঠে এসে খেলা দেখে, খেলাটা উপভোগ করে তাদেরকে টুপিখোলা সালাম জানিয়েছেন রোহিত শর্মা। তামিমের কন্ঠেও ছিল একই সুর, ‘সত্যিই বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা দারুণ। তাদের ক্রিকেট আবেগ অবিশ্বাস্য। ঘরের মাঠে এবং বাইরে আমরা যে সমর্থন পাই সেটা সত্যিই ভালো লাগে।’

  • সর্বশেষ
  • পঠিত