ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

পাঁচ টেস্টের সিরিজ অসম্ভব: গাঙ্গুলী

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ মে ২০২০, ১৮:২৪

পাঁচ টেস্টের সিরিজ অসম্ভব: গাঙ্গুলী

আগামী ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে ভারতীয় ক্রিকেট দলের চার ম্যাচের টেস্ট সিরিজ নির্ধারিত। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) চাইছে, পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। ইতোমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডকে সেই প্রস্তাবও দিয়েছে সিএ। কিন্তু অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টের সিরিজ সম্ভব নয় বলেই সাফ-সাফ জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী।

করোনাভাইরাসের জন্য আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গন। ইতোমধ্যে বেশক’টি দ্বিপাক্ষীক সিরিজও স্থগিত হয়েছে। ভবিষ্যতের সিরিজগুলোও বাদ পড়তে পারে। তবে আগামী ডিসেম্বরে ভারতীয় দল সফরে না গেলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে সিএ। লোকসানের পরিমানটা হবে ৩শ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার।

তবে যেভাবেই হোক ভারতকে আথিয়েতা দিতে চায় অস্ট্রেলিয়া। ঐ সফর নিয়ে ভারতও সবুজ সংকেত দিয়েছে। তবে করোনাভাইরাসের কারনে যে ক্ষতি হয়েছে, তা কিছুটা পুষিয়ে নিতে ভারতের বিপক্ষে একটি টেস্ট বেশি খেলতে চায় সিএ। পাঁচ টেস্টের সিরিজ খেলার প্রস্তাব দেয় সিএ’র সিইও কেভিন রবার্টস।

কিন্তু রবার্টসের প্রস্তাবকে ‘না’ বলে দিলেন গাঙ্গুলী। ‘মিড-ডে’ পত্রিকায় গাঙ্গুলী বলেন, ‘সিরিজে আরও ম্যাচ বাড়লে, সফর আরো বড় হয়ে যাবে। তাই পাঁচ টেস্টের সিরিজ খেলা সম্ভব হবে না বলে মনে হয়। এছাড়া সীমিত ওভারের সিরিজও তো থাকবে। তারওপর অস্ট্রেলিয়ায় পৌছে ১৪ দিনের কোয়ারেন্টাইনে গাইডলাইনের কথাও মাথায় রাখতে হবে। পাঁচ টেস্টের সিরিজ হলে সফর দীর্ঘায়িত হবে। যা বর্তমান পরিস্থিতিতে কঠিনই বটে।’

তবে ভবিষ্যতে পাঁচ ম্যাচের সিরিজ হতে পারে বলে জানিয়েছেন গাঙ্গুলী। তিনি বলেন, ‘করোনাভাইরাসের এই পরিস্থিতি খেলা আয়োজন করাই কঠিন। তারপরও অস্ট্রেলিয়া সফরে যাচ্ছি আমরা। এবার চার টেস্টই থাকবে। ভবিষ্যতে আলোচনার পর ইতিবাচক হলে পাঁচ ম্যাচের সিরিজ খেলা যাবে। তবে এখন এসব নিয়ে ভাবার সুযোগ নেই।’

  • সর্বশেষ
  • পঠিত