ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

টেন্ডুলকারের চেয়ে এগিয়ে কোহলি: পিটারসেন

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৮ মে ২০২০, ১৯:৫৯

টেন্ডুলকারের চেয়ে এগিয়ে কোহলি: পিটারসেন

বিশ্ব ক্রিকেটে টেস্ট ও ওয়ানডেতে সবচেয়ে বেশি রান ও ১শটি সেঞ্চুরির মালিক ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। আর বর্তমান যুগে সেরা ব্যাটসম্যানের লড়াইয়ে আছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও অস্ট্রেলিয়ার সাবেক নেতা স্টিভেন স্মিথ। তবে কে সেরা, এ নিয়ে আলোচনা সর্বত্রই হয়ে থাকে।

তবে কে সেরা, কোহলি-স্মিথ না-কি টেন্ডুলকার। তা নিয়ে মুখ খুললেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও শো’তে পিটারসেন বলেন, ‘অনেকেই বলছে, টেন্ডুলকারের বিশ্বরেকর্ড ১শটি সেঞ্চুরি টপকে যাবে কোহলি। আমিও তাই মনে করি, কোহলিই পারবে। তবে সবদিক দিয়ে এখন পর্যন্ত টেন্ডুলকারের চেয়ে কোহলিকেই এগিয়ে রাখবো আমি। কারন রান তাড়া পরিসংখ্যানই কোহলিকে এগিয়ে রাখবে। রান তাড়াতে কোহলির গড় ৮০। রান তাড়া করে অনেকগুলো সেঞ্চুরিও করেছে সে। ভারতের জয়ে কোহলির অবদানও অনেক বেশি।’

সমসাময়িক বিচারে স্মিথের চেয়েও কোহলিকে এগিয়ে রাখছেন পিটারসেন। তিনি বলেন, ‘স্মিথের চেয়ে অনেক এগিয়ে কোহলি। রান তাড়া করতে নেমে বড় ইনিংস খেলা খুবই কঠিন। কিন্তু কোহলির কাছে এটি খুবই সহজ। পরিসংখ্যান তাই বলছে। বড় টার্গেটে রান তাড়া করে দলকে বহু ম্যাচ জিতিয়েছে কোহলি। যা স্মিথও করতে পারেনি। তাই বলবো, কোহলির ধারে কাছে নেই স্মিথ।’

ব্যাটিং গড়, রানের চেয়ে দলকে ম্যাচ জেতানোটাই মূখ্য বলে জানান পিটারসেন। তিনি বলেন, ‘কী-ভাবে খেললাম, সেটি বড় কথা নয়। কতবার দলকে ম্যাচ জিতিয়ে ম্যান অব দ্য ম্যাচ পাওয়া যায়, সেটিই বড়। এই কাজটা বর্তমানে ভারতের জন্য কোহলি সবচেয়ে করছে।’

ক্রিকেটের তিন ফরম্যাটে বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে কোহলির ব্যাটিং গড় ৫০এর উপরে। তবে টেস্টে স্মিথের চেয়ে ব্যাটিং গড়ে পিছিয়ে রয়েছে কোহলি।

  • সর্বশেষ
  • পঠিত