ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

আলিয়া ভাটকে চিনতেই পারেননি জামাল ভূঁইয়া

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৩ মে ২০২০, ১৭:২৫  
আপডেট :
 ২৩ মে ২০২০, ১৭:৫৭

আলিয়া ভাটকে চিনতেই পারেননি জামাল ভূঁইয়া

বাংলাদেশ ফুটবলের পোস্টার বয় জামাল ভূঁইয়া। গত বছরের অক্টোবরে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে ভারতে গিয়েছিল বাংলাদেশ। ম্যাচের ঠিক আগ মুহূর্তে জামালের সাথে পরিচয় হতে গিয়েছিলেন বলিউডের তারকা আলিয়া ভাট। কিন্তু বলিউড সুন্দরীকে চিনতেই পারেননি বাংলাদেশ অধিনায়ক! বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত ফেসবুক লাইভ আড্ডায় সেটিই জানালেন বাংলাদেশ অধিনায়ক।

সেই গুঞ্জনই ব্যখ্যা করলেন বাংলাদেশ অধিনায়ক। জামাল ভূঁইয়া বলেন, ‘ম্যাচের আগে হোটেলের লবিতে ছিলাম। একজন এসেছিল। তার সঙ্গে একজন মেয়ে এসেছিল। খুবই সুন্দর দেখতে। আমি জানতাম না কে ছিল সে। আমি এখনও জানি না কে ছিল সে। তবে সে বলেছে তার নাম আলিয়া ভাট। আমি তার দিকে তাকাচ্ছিলাম। ভাবছিলাম কে আলিয়া ভাট!’

বলিউডের সিনেমা সেভাবে দেখা হয় না বলেই তাকে চিনতেন না বলে জানিয়েছেন জামাল। তবে জানলে অবশ্যই আলিয়ার সঙ্গে ফ্রেমবন্দী হওয়ার সুযোগ হাতছাড়া করতেন না জানালেন তিনি, ‘তারপর আমি উপলব্ধি করলাম সে বড় বলিউড তারকা। আমি অনুতপ্তবোধ করি যে আমি তার সাথে ছবি তুলতে পারি নাই। আমি তখন চিনতাম না।’

ডেনমার্কের কোপেনহেগেন বেড়ে ওঠা জামাল ভূঁইয়া এখন ফুটবলে বাংলাদেশের প্রতিনিধি। ২০১১ সালে লাল সবুজের জার্সিতে খেলার আশায় এসেও স্বপ্নপুরণ হয়নি। তার দুই বছর পরই ২০১৩ সালে ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফের হাত ধরে শুরু হয় তার পথ চলা। অভিষেকের পর থেকে জামাল হয়ে উঠেছেন দেশের ফুটবলের মধ্যমণি। তার কাঁধেই এখন বাংলাদেশ ফুটবলের নেতৃত্ব।

নিজের স্বপ্ন পূরণ নিয়ে জামাল বলেন, ‘যখন আমি ডেনমার্কের ক্লাব কোপেনহেগেন এফসির যুব ফুটবলে খেলি, তখন থেকেই স্বপ্ন ছিল বাংলাদেশ জাতীয় দলে খেলব। কিন্তু কখনও অধিনায়ক হতে পারব সেটা ভাবিনি। প্রথম ম্যাচের স্মৃতি এখনও জ্বলজ্বল করছে। মাঠে যখন জাতীয় সংগীত বাজছিল, তা শুনে আমি শিহরিত হয়েছিলাম। সেই মুহুর্তটা কখনোই ভুলব না। আমার কাছে সবচেয়ে সুখকর মুহুর্ত ছিল সেটি।’

  • সর্বশেষ
  • পঠিত