ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

না ফেরার দেশে হকি কিংবদন্তি বলবীর সিং

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৫ মে ২০২০, ২০:১২

না ফেরার দেশে হকি কিংবদন্তি বলবীর সিং

ভারতীয় হকির নক্ষত্রপতন। দীর্ঘ রোগভোগের পর শেষ পর্যন্ত জীবন যুদ্ধে হার মানতে হল ভারতের হয়ে অলিম্পিকে তিনটি সোনা জেতা কিংবদন্তি হকি তারকা বলবীর সিং সিনিয়রকে। স্বাধীন দেশ হিসেবে প্রথম অলিম্পিক সোনাজয়ের পেছনে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন বলবীর সিং।

৮ মে তাকে মোহালির হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ভেন্টিলেশনে ছিলেন তিনি। সেখানেই মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। গত দুই সপ্তাহ ধরে তিনি বয়সজনিত নানা সমস্যায় ভুগছিলেন।

১৯৪৭ সালে তিনি ভারতীয় দলে যোগ দেন। ১৯৪৮ সালে লন্ডন অলিম্পিকে ইংল্যান্ডের বিরুদ্ধেই ফাইনাল খেলেছিল ভারত। যে দেশকে এতদিন শাসন করেছে, সেই ভারতের কাছেই ফাইনালে ৪-০ তে উড়ে যায় ইংল্যান্ড। অলিম্পিক স্টেডিয়ামে প্রথমবার স্বাধীন ভারতের পতাকা। ইতিহাসের পাতায় উজ্জ্বল অক্ষরে লেখা সেই জয়ে উল্লেখযোগ্য অবদান ছিল বলবীর সিংয়ের। ভারতের করা চারটি গোলের মধ্যে দুটি করেছিলেন তিনি। অন্য দুটি গোল করেন তারলোচন সিং এবং প্যাট জ্যানসেন।

  • সর্বশেষ
  • পঠিত