ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

চাকরি হারালেন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৫ জুন ২০২০, ২১:০৭

চাকরি হারালেন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী

ক্রিকেট অস্ট্রেলিয়া সিএর প্রধান নির্বাহী কেভিন রবার্টসকে অব্যাহতি দেওয়া হচ্ছে। দ্য সিডনি মর্নিং হেরাল্ডের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ইংলিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে জানানো হয় আগামি বুধবার আসতে যাচ্ছে এই ঘোষণা। মূলত, করোনাভাইরাসের কারণেই অস্ট্রেলিয়ায় বিভিন্ন ক্রীড়া ইভেন্টের প্রধান নির্বাহীদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া রবার্টসের উপর ভরসাও রাখতে পারছেন না সিএ’র বোর্ড ডিরেক্টররা।

করোনাভাইরাস শুরুর বেশ কিছুদিন পর অস্ট্রেলিয়ার শীর্ষ ক্রীড়া ব্যক্তিদের মধ্যে অনেককেই নিজ নিজ দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। অস্ট্রেলিয়ার রাগবি লিগের নির্বাহী টড গ্রিনবার্গ এবং রাগবি অস্ট্রেলিয়ার নির্বাহী রায়েলেন ক্যাসেলকে সরিয়ে দেওয়া হয়েছে। এবার তাদের সঙ্গী হতে চলেছেন রবার্টস।

২০১৮ সালের অক্টোবরে জেমস সাদারল্যান্ডের পরিবর্তে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পান রবার্টস। ১৭ বছর সিএ’র প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেন সাদারল্যান্ড। কিন্তু সাদারল্যান্ডের মত এত দীর্ঘদিন সিএর দায়িত্ব পালন করার সৌভাগ্য হচ্ছে না ৪৭ বছর বয়সী রবার্টসের।

  • সর্বশেষ
  • পঠিত