ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

মা হারালেন দেশের প্রথম ওয়ানডে অধিনায়ক

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২২ জুন ২০২০, ১৯:৩০

মা হারালেন দেশের প্রথম ওয়ানডে অধিনায়ক

মা হারালেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম ওয়ানডে অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তার দুই ছেলে ও এক মেয়ের মধ্যে গাজী আশরাফ হোসেন লিপু সর্বকনিষ্ঠ। গাজী আশরাফ হোসেন লিপুর বাবা গাজী শারাফাত হোসেন ১৯৮৩ সালে মৃত্যুবরণ করেন।

সোমবার বিকাল তিনটা ৫৫ মিনিটে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ বাসায় তিনি মারা যান। লিপু জানান, আমার মা দীর্ঘদিন ধরেই কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। বাদ এশা মোহাম্মদপুর ঈদগাহ মাঠের পাশে কবরস্থানে তাকে দাফন করা হবে।

গাজী আশরাফ হোসেন লিপু জাতীয় দলের হয়ে ৭টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ১৯৮৬ থেকে ১৯৯০ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলা ৭টি ওয়ানডে ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন লিপু। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ছিলেন।

  • সর্বশেষ
  • পঠিত