ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪০ মিনিট আগে
শিরোনাম

অভাবের তাড়নায় কার রেসারের পেশা বদল

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ জুন ২০২০, ১৯:৪৮

অভাবের তাড়নায় কার রেসারের পেশা বদল

মাত্র বছর পাঁচেক আগের ঘটনা। অস্ট্রেলিয়ার প্রথম মহিলা সুপারকার ড্রাইভার হিসেবে ট্র্যাকে নেমে হৈচৈ ফেলে দিয়েছিলেন রেনে গ্রাসি। কিন্তু ক্রমাগত অসাফল্য ধীরে ধীরে খাদের কিনারায় ঠেলে দিতে থাকে তাকে। স্পন্সর না পেয়ে আর্থিক অনটনে পরেন তিনি। এরপর বাধ্য হয়ে রেসট্র্যাককে চিরবিদায় জানান। প্রবল আর্থিক অনটনের কারণে ইতিহাসে নাম তোলা রেনে আজ পর্নস্টার।

২০১৫ সালে মাত্র ২০ বছর বয়সে সুপারকার রেসে নেমে অস্ট্রেলিয়ায় হৈচৈ ফেলে দিয়েছিলেন রেনে। প্রথম সিজনেই সুইস তারকা সিমোনা দে সিলভেস্ত্রর পার্টনার হয়ে দ্বাদশ স্থান অর্জন করেন। কিন্তু তারপর থেকে ক্রমাগত ব্যর্থ। মোট ১৭টি রেসে নেমে একবারই প্রথম দশে জায়গা পান রেনে। ২০১৭ সালে মাত্র ৫টি রেসে নামার পরই নিজের রেসিং টিম থেকে বাদ পড়েন। ব্যাস, রেসিং ক্যারিয়ারের ইতি। ততদিনে অবশ্য স্পন্সরের অভাবে প্রবল আর্থিক অনটনের মুখে রেনে। তাই রেস ছেড়ে নতুন কিছু করার টান থেকেই সোজা পর্ন ইন্ডাস্ট্রিতে। রেনে জানান, ‘আমি রেসিংয়ে খুব একটা ভালো করতে পারিনি। সেই জন্যই রেসিং ছাড়ি। তারপর আমি বর্তমান পেশায় আসি। সেটা নিয়েও মানুষের অনেক মাথাব্যথা।’

রেনে আরো বলেন, ‘আমি কিন্তু সেই একই রেনে আছি। আমার একটা চাকরি আছে, একটা ব্যবসা আছে, গোটা জীবন পরে আছে। আমার বাবা জানে আমি কী করি। তার এতে কোনও সমস্যা নেই। উনি আমার সিদ্ধান্তকে সম্মান করেন এবং গর্ববোধ করেন। আমি নিজে এখন আর্থিক ভাবে সক্ষম। আমি যেটায় স্বচ্ছন্দ সেটাই করছি।’

প্রসঙ্গত, এখন প্রতি সপ্তাহে প্রায় ২৫,০০০ ডলার উপার্জন করেন রেনে। এছাড়া ইনস্টাগ্রামে নিজের একটি ছবি ছাড়ার জন্যও বেশ মোটা টাকা আয় হয় তার।

  • সর্বশেষ
  • পঠিত