ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

৫-১০ বছরের জন্য নিষিদ্ধ হতে পারতাম: সাকিব

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ জুন ২০২০, ২০:১৩

৫-১০ বছরের জন্য নিষিদ্ধ হতে পারতাম: সাকিব

ভারতীয় জুয়াড়ি দিপক আগারওয়ালের স্পট ফিক্সিংয়ের প্রস্তাব তাৎক্ষনিকভাবে আইসিসি'র এন্টি করাপশন ইউনিটের কাউকে জানাননি, তার বড় মাশুল দিয়েছেন বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান। গত বছরের ২৯ অক্টোবর বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন। যার মধ্যে এক বছর স্থগিত নিষেধাজ্ঞা আইসিসি'র এন্টি করাপশন ইউনিটের জেরার মুখে ২ দফা পড়েছেন সাকিব আল হাসান।

স্ত্রী-সন্তানদের সাথে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব। সেখানে থেকে আজ ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেছেন, এই নিষেধাজ্ঞাকে শিক্ষা হিসেবে নিয়েছেন তিনি। আইসিসির দুর্নীতি দমন বিভাগের কর্মকর্তাদের সব বলে দেওয়াতেই বড় শাস্তি এড়াতে পেরেছেন তিনি। তা না হলে ৫ থেকে ১০ বছরের জন্য শাস্তি পেতে পারতেন বিশের অন্যতম এই অলরাউন্ডার।

এ ব্যাপারে সাকিব বলেন, ‘আমি বিষয়টি একটু হালকাভাবে নিয়েছিলাম। এখানে আমি সবকিছু আলোচনা করতে চাই না। তবে আমি যখন দুর্নীতি দমন বিভাগের কর্মকর্তার সঙ্গে দেখা করলাম তাদের সব বললাম। তারা সবকিছু জানত, আমি সব প্রমাণ দিলাম, ভেতরে-বাইরের সবকিছুর খুঁটিনাটি তারা জানত। সত্যি কথা বলতে, সেই কারণেই মাত্র এক বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তা না হলে ৫-১০ বছরের জন্য নিষিদ্ধ হতে পারতাম।’

তবে এটা যে পুরোটাই নিজের দোষ তা মানতেও নারাজ সাকিব। প্রতিদিন অনেক মানুষের সাথে কথা হয়। সবকিছু তো আর মনে রাখা সম্ভব না। ঠিক তেমনি জুয়াড়ির সাথে আলাপের বিষয়টিও ভুলে গিয়েছিলেন বলে দাবি সাকিবের। সাকিব বলেন, ‘আমি মনে করি, খুবই বোকার মতো ভুল করেছি। আমার যে অভিজ্ঞতা, যে পরিমাণ আন্তর্জাতিক ম্যাচ আমি খেলেছি এবং আইসিসির দুর্নীতি দমন বিষয়ে যতগুলো ক্লাস করেছি, আমার ওই সিদ্ধান্ত (আইসিসির দুর্নীতি দমন বিভাগ না জানানো) নেওয়া উচিত হয়নি। সেটা নিয়ে আমি অনুতপ্ত। আমি মনে করি, কারোরই ওই ধরনের মেসেজ বা ফোন-কল হালকাভাবে নেওয়া উচিত না কিংবা এড়িয়ে যাওয়া উচিত না।’

  • সর্বশেষ
  • পঠিত