ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৫ মিনিট আগে
শিরোনাম

রিয়ালের সাথে ব্যবধান কমালো বার্সেলোনা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৯ জুলাই ২০২০, ০৬:৪৯  
আপডেট :
 ০৯ জুলাই ২০২০, ১৬:৩০

রিয়ালের সাথে ব্যবধান কমালো বার্সেলোনা

ক্যাম্প ন্যুতে বুধবার রাতে লা লিগায় এস্পানিওলের বিপক্ষে ১-০ এর কষ্টার্জিত জয় পেয়েছে বার্সেলোনা। এ জয়ের মধ্য দিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান ১ পয়েন্টে নামিয়ে আনল কিকে সেতিয়েনের শিষ্যরা। আজ হারলেই শিরোপা দৌড়ে অনেকটা ছিটকে পড়ত স্প্যানিশ জায়ান্টরা।

৩৫ ম্যাচে ২৩ জয় ও সাত ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৭৬। এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৭৭। ৩৫ ম্যাচে পাঁচ জয় ও নয় ড্রয়ে এস্পানিওলের পয়েন্ট ২৪।

পয়েন্ট টেবিলের তলানিতে থাকা এস্পানিওল প্রথমার্ধের শুরুতেই বার্সার রক্ষণে ভীতি ছড়ায়। দারুণ এক গতিতে ডিফেন্ডারদের পেছনে ফেলে ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে আদ্রি এমবার্বার নেওয়া শট পা দিয়ে ঠেকান টের স্টেগান।

দুদলের পয়েন্ট টেবিলের হিসেবে এস্পানিওলের বিপক্ষে বার্সেলোনার সহজে জেতার কথা থাকলেও প্রথমার্ধে বার্সার মাঠের পারফরম্যান্স ছিল হতাশাজনক। প্রথমার্ধে লক্ষ্যে রাখতে পারেনি একটি শটও।

দ্বিতীয়ার্ধে খেলার ৫৬ মিনিটে এসে গোলের দেখা পায় বার্সেলোনা। গ্রিজমানের ব্যাকহিলে মেসির নেওয়া শট আটকে গেলে বল পায় সুয়ারেজ। ফাঁকায় দাঁড়িয়ে জালে বল জড়ান সুয়ারেজ। নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে বার্সেলোনার এটি শততম জয়।

এর আগে দ্বিতীয়ার্ধের শুরুতে নেলসন সেমেদোর বদলি হিসেবে মাঠে নামার পাঁচ মিনিটের মাথায় লাল কার্ড দেখেন আনসু ফাতি। এর তিন মিনিট পর একইভাবে লাল কার্ড দেখেন এস্পানিওলের মিডফিল্ডার পল লোসানোও।

দুজনকেই প্রথমে হলুদ কার্ড দেখান রেফারি। পরে ভিএআরের সাহায্যে সিদ্ধান্ত বদলে দুজনকেই লাল কার্ড দেখিয়ে বহিষ্কার করেন রেফারি।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত