ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

স্পন্সরহীন পাকিস্তান ক্রিকেটের পাশে আফ্রিদি

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৯ জুলাই ২০২০, ১৭:৫১

স্পন্সরহীন পাকিস্তান ক্রিকেটের পাশে আফ্রিদি

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে স্পন্সর সমস্যায় পাকিস্তান ক্রিকেট দল। কোমল পানীয় প্রস্তুতকারী সংস্থা পেপসির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে পিসিবির। এরপর আর নতুন করে স্পন্সর খুঁজে পায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই অবস্থায় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে বাবর আজমের জার্সিতে দেখা যাবে শহিদ আফ্রিদি ফাউন্ডেশনের লোগো।

ইংল্যান্ড সফরে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। বর্তমানে বাবর আজম, আজহার আলিদের অনুশীলনের জার্সিতে নেই কোনও স্পন্সর এর লোগো। হন্যে হয়ে স্পন্সর খুঁজছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই অবস্থায় এগিয়ে এলেন সাবেক পাক অধিনায়ক শহিদ আফ্রিদি। ইংল্যান্ড সফরে পাকিস্তানের জার্সিতে শাহিদ আফ্রিদি ফাউন্ডেশনের লোগো থাকবে। পিসিবির চ্যারিটি পার্টনার হওয়ায় আফ্রিদি এই সুযোগ পাচ্ছেন।

বিষয়টি এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আফ্রিদি নিজেই নিশ্চিত করেছেন তার টুইটারে, ‘আমরা আনন্দিত, পাকিস্তানের জার্সিতে শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের লোগো শোভা পেতে যাচ্ছে। (পিসিবির প্রধান নির্বাহী) ওয়াসিম খান ও পিসিবিকে ধন্যবাদ তাদের ধারাবাহিক সমর্থনের জন্য। একই সঙ্গে এই সফরে যেন ছেলেরা ভালো করতে পারে, সেজন্য শুভকামনা থাকলো।’

  • সর্বশেষ
  • পঠিত