ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৭ মিনিট আগে
শিরোনাম

করোনায় দুই বছর পিছিয়ে নারী ক্রিকেট: মিতালি

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১০ জুলাই ২০২০, ২১:২৬

করোনায় দুই বছর পিছিয়ে নারী ক্রিকেট: মিতালি

করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ রয়েছে সব ধরণের ক্রিকেট। আর ক্রিকেট বন্ধ থাকার জন্য অনেকটাই ক্ষতি হয়ে গেল ক্রিকেটারদের। এই প্রসঙ্গে ভারতীয় মহিলা ওয়ানডে দলের অধিনায়ক মিতালি রাজ বলেছেন যে, করোনার কারণে বিরাট ক্ষতি হয়ে গেল মহিলা ক্রিকেটের। দুই বছর পিছিয়ে গেল মহিলা ক্রিকেট।

একটি ক্রিকেটীয় অনুষ্ঠানে এসে মিতালি রাজ বলেছেন যে, করোনা ভাইরাসের কারণে মহিলা ক্রিকেটের উন্নতি বছর দু’য়েক পিছনে চলে গেল। মিতালি রাজ বলেছেন ২০১৭ ওয়ানডে বিশ্বকাপে আমরা দারুণ সফল হয়েছিল, এছাড়াও ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপেও আমরা সফল হয়েছিলাম। আর এইসব সাফল্যের জন্য মহিলা ক্রিকেটের যে উন্নতি হয়েছিল করোনা ভাইরাসের কারণে সেই উন্নতি আরো অনেকটা পিছিয়ে গেল।

৩৭ বছর বয়সী মিতালি রাজ বলেছেন, আমি ভারতীয় বোর্ডের কাছে আবেদন করেছিলাম যে, ভারতীয় মহিলা ক্রিকেট দলের উন্নতির জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড যাতে একটা আলাদা ক্যালেন্ডার তৈরি করে। এই ব্যাপারে বোর্ডের সঙ্গে আমার আলোচনাও হয়েছিল কিন্তু করোনার কারণে এখন সেই সমস্ত পরিকল্পনা থমকে রয়েছে। তবে আমি আশা করছি এই করোনা ভাইরাস কাটিয়ে আবার সবকিছু নতুনভাবে শুরু হবে।

  • সর্বশেষ
  • পঠিত