ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

অস্ট্রেলিয়াকে সাবধান করলেন গম্ভীর

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ জুলাই ২০২০, ২১:৫৪

অস্ট্রেলিয়াকে সাবধান করলেন গম্ভীর

আগামী ডিসেম্বরের সফরে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে চার টেস্টের সিরিজটি ভারত জয়ী হবে মনে করছেন দেশটির সাবেক বাঁ-হাতি ওপেনার গৌতম গম্ভীর। তিনি বলেন, গত সফরে অস্ট্রেলিয়াকে হারিয়েছিলো। আগামী সফরেও সিরিজ জয়ের স্বাদ পাবে ভারত।

২০১৮-১৯ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে চার ম্যাচের সিরিজ খেলেছিলো ভারত। সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি। ৭০ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের স্বাদ নেয় ভারত।

ঐ সফরের পুনরাবৃত্তি বিরাট কোহলির দল করবে মনে করেন গম্ভীর। টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে গম্ভীর বলেন, ‘আমি নিশ্চিত, সর্বশেষ সফরের সাফল্যকে সঙ্গী করে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। ভারতের এই সাফল্যে অসিরা চাপে থাকবে। অস্ট্রেলিয়াকে কঠিন চ্যালেঞ্জ দিবে ভারত। ফেভারিট হিসেবেই সিরিজ শুরু করবে কোহলি-রোহিতরা। তাই এবারও সিরিজটি নিজেদের করে নিবে ভারত।’

গম্ভীর মনে করছেন ভারতীয় দলটি যথেষ্ঠ ভারসাম্যপুর্ন , যারা অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলতে সক্ষম। ভারতের পেসাররা এবারও দলকে সাফল্য এনে দিবে বলে জানান তিনি, ‘ভারতের পেসাররা এখন অনেক বেশি অভিজ্ঞ। গেল কয়েক বছরে বিশ্ব মঞ্চে নিজেদের জাত চিনিয়েছে তারা। আগামী অস্ট্রেলিয়া সফরেও ভারতের পেসাররা দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।’

এ বছর অস্ট্রেলিয়ায় হবার কথা টি-২০ বিশ্বকাপ। তবে করোনাভাইরাসের কারনে বিশ্বকাপটিও স্থগিত হতে পারে। আইসিসি এখনো চূড়ান্ত সিদ্বান্ত নেয়নি। তবে আইসিসি সেরা সিদ্বান্তটাই নিবে বলে জানান গম্ভীর। তিনি বলেন, ‘এটি অনেক বড় আসর। এসব আসর নিয়ে ভেবেচিন্তে এবং সঠিক সিদ্বান্তই নিতে হয়। আমি নিশ্চিত, আইসিসিও সঠিক সিদ্বান্ত নিবে। সবার সবদিক বিবেচনা করেই আইসিসি সিদ্বান্ত নিবে, এটা সকলের কাম্য।’

  • সর্বশেষ
  • পঠিত