ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

কেন্টাকি টুর্নামেন্টের প্রথম আসরে খেলবেন সেরেনা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৮ জুলাই ২০২০, ১৯:৩২

কেন্টাকি টুর্নামেন্টের প্রথম আসরে খেলবেন সেরেনা

আগামী আগস্টে প্রথমবারের মত অনুষ্টিতব্য কেন্টাকি হার্ডকোর্ট টুর্নামেন্টের মাধ্যমে ডব্লিউটিএ ট্যুরে ফিরছেন সেরেনা উইলিয়ামস। আয়োজক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

আগামী ১০ আগস্ট থেকে শুরু হওয়া ডব্লিউটিএ ট্যুরের এই নতুন আসরে শীর্ষ বাছাই হিসেবে ২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী সেরেনা ছাড়াও আরো অংশ নিবেন ২০১৭ ইউএস ওপেন বিজয়ী স্লোয়ানে স্টিফেন্স।

ফেব্রুয়ারিতে ফেড কাপে যুক্তরাষ্ট্রকে প্রতিনিধিত্ব করার পর সেরেনা আর কোর্টে নামেননি। করোনাভাইরাস মহামারী কাটিয়ে এই কেন্টাকি টুর্নামেন্টের আগে আগামী ৩ আগস্ট ইতালিতে পালেরমো ওপেনের মাধ্যমে ডব্লিউটিএ ট্যুর কোর্টে ফিরছে।

ডব্লিউটিএ ট্যুরের পাশাপাশি পুরুষদের এটিপি ট্যুরও আগামী মাস থেকে পুনরায় শুরু হচ্ছে। ইতোমধ্যেই সেরেনা উইলিয়াম ঘোষনা দিয়েছেন আগামী ৩১ আগস্ট থেকে নিউ ইয়র্কে শুরু হওয়া পরবর্তী গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনে তিনি অংশ নিবেন। গত সপ্তাহে ডব্লিউটিএ প্রধান নির্বাহী স্টিভ সাইমন জানিয়েছিলেন ডব্লিউটিএ ট্যুরের পুন:বিন্যস্ত ক্যালেন্ডারে দুটি নতুন ট্যুর যোগ করা হয়েছে যার মধ্যে কেন্টাকি টুর্নামেন্ট একটি।

  • সর্বশেষ
  • পঠিত